অতিরিক্ত চাপের কারণে ভালো করছেন না লিটন-সৌম্য!
দেশের ক্রিকেটে অন্যতম দুই ভরসার নাম লিটন কুমার দাস ও সৌম্য সরকার। ব্যাট হাতে তারা যেদিন জ্বলে ওঠেন, বাংলাদেশ এগিয়ে থাকে। দীর্ঘদিন ধরে রানখরায় ভুগছেন দুজন। টপ অর্ডারে তাদের ব্যর্থতা ভোগাচ্ছে দলকেও।
বাংলাদেশ দলের সাবেক তারকা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজনের মতে, তারা দুজন যথেষ্ট চাপ নিয়ে খেলছে। চাপ নেওয়াতে ভালো পারফর্ম করতে পারছে না। গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ বুধবার (৫ জুন) এমনটিই জানান সুজন।
সুজন বলেন, ‘লিটন যদি একটা ইনিংস স্বাভাবিক ও সাবলীলভাবে খেলতে পারে, তাহলে সে আবার ফর্মে ফিরবে। সৌম্যের বেলাতেও একই কথা বলব। তারা নিজেদের বহুবার প্রমাণ করেছে। আমার মনে হয় এখন চাপ নিয়ে খেলছে তারা। চাপ নিয়ে খেললে কখনও ভালো করতে পারবে না লিটন-সৌম্য। বরং, আরও খারাপ পরিস্থিতিতে পড়বে। চাপমুক্ত ক্রিকেট খেলতে হবে তাদের।’
এত বছর পরেও টি-টোয়েন্টিতে প্রত্যাশা মেটাতে পারছে না বাংলাদেশ। অনেকের মতে, লাল-সবুজের প্রতিনিধিরা ক্রিকেটের এই সংস্করণের জন্য ঠিকঠাক নন। সুজন নিজেও মানেন সেটি।
এ ব্যাপারে বিসিবির এই পরিচালক বলেন, ‘সবাই বলছে এই ফরম্যাট আমাদের না। আমিও মানি টি-টোয়েন্টিতে আমরা এখনও সেভাবে কম্ফোর্টেবল দল না। কিন্তু, আমাদের ভালো দলে পরিণত হতে হলে চাপমুক্ত ও আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। তাতে যদি বিশ্বকাপে চার ম্যাচই হারি, কোনো ব্যাপার না। ধুঁকে ধুঁকে হারার চেয়ে এটি ভালো।’