ফাইনালে বৃষ্টি হলে কী সমীকরণ দাঁড়াবে?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/06/29/screenshot_2024-06-20_110031.png)
পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলোর কাছে আতঙ্কের আরেক নাম ছিল বৃষ্টি। বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, কিছু ম্যাচ পুরো শেষ হয়নি। বিশ্বকাপের ফাইনালেও আবহাওয়ার অবস্থা একই। ভারত-দক্ষিণ আফ্রিকা মেগা ফাইনালে বৃষ্টির শঙ্কা। এমনটিই জানা গেছে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে।
বার্বাডোজের কেনসিংটন ওভালে আগামীকাল শনিবার (২৯ জুন) মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। তবে, আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের দিন বৃষ্টির হওয়ার শঙ্কা ৫০ শতাংশ। স্থানীয় সময় সকালে টানা বর্ষণ হতে পারে।
ফাইনালের জন্য অবশ্য রিজার্ভ ডে রাখা আছে। দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে না থাকলেও ফাইনালে বাড়তি দিন বরাদ্দ দেওয়া আছে। ম্যাচের দিন পুরো খেলা শেষ না হলে সেটি রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে। সেদিনও বৃষ্টির শঙ্কা ২০ শতাংশ।
দুদিনেও যদি খেলা শেষ করা না যায়, তবে আইসিসির বিশ্বকাপের নিয়ম মতে, ভারত-দক্ষিণ আফ্রিকাকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। গ্রুপপর্ব থেকে সুপার এইট, তারপর সেমি ফাইনাল, দুই ফাইনালিস্টই এখন পর্যন্ত অপরাজিত।
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, ২০১৪ সালের পর এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। এই টুর্নামেন্টে ২০০৭ সালে প্রথম আসরেই একমাত্র শিরোপা জেতে ভারত।