পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
বল হাতে আগেই কাজটা সহজ করে দিয়েছিলেন ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা। দুজন মিলে পাকিস্তানের যুবাদের আটকে দিয়েছেন দুইশ'র নিচে। ব্যাট হাতে বাকি পথ সামলালেন অধিনায়ক আজিজুল হাকিম। দুর্দান্ত বোলিংয়ের পর অধিনায়কের ফিফটিতে চড়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে বিদায় করে যুব এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অ-১৯ ক্রিকেট দল।
এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দিনের অন্য সেমিতে শ্রীলঙ্কাকে সমান ব্যবধানে হারিয়েছে ভারতীয় যুবরা। ফলে এবারের ফাইনালটা হবে ভারত বনাম বাংলাদেশের।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ ওভার স্থায়ী হয়েছে পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের বোলিং দাপটে ৩৭ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১১৬ রান করেছে সাদ বাগের দল।
আজ শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে টস জিতে পাকিস্তানের যুবাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে শুরুতেই কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। দলীয় ৭ রানের মাঝেই তুলে নেয় তাদের দুই ওপেনারকে। পাক দুই ওপেনার উসমান খান ও সজিব খান দুজনের কাউকেই রানের খাতা খুলতে দেননি মারুফ মৃধা।
মৃধার শুরুর দাপটের বাকি সময় আধিপত্য দেখালেন ইমন। সঙ্গে আল ফাহাদ ও দেবাষীশকে নিয়ে পাকিস্তানের ব্যাটিং বিভাগ গুড়িয়ে দেন ইমন।
দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করতে পেরেছেন ফারহান ইউসুফ। ২৮ রান করেছেন রিয়াজউল্লাহ। আর ১৮ রান করেন সাদ। বাকিরা সবাই মোটামুটি ব্যর্থ ছিলেন।
বাংলাদেশের হয়ে বল হাতে ২৪ রান দিয়ে চার উইকেট নেন ইমন। ২৩ রান খরচায় মৃধার শিকার দুটি।
রান তাড়া করতে নেমে ১৬৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ দল। দলের জয়ের পথে সর্বোচ্চ ইনিংস খেলেছেন আজিজুল হক। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৬১ রান। ওয়ানডাউনে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এই তরুণ। ১৪৫.২৩ স্ট্রাইক রেটে ৪২ বলে ৬১ রানের ইনিংস উপহার দিয়েছেন আজিজুল। সেই সঙ্গে শিহাব খেলেছেন ২৬ রানের ইনিংস। ২২.১ ওভারেই ১২০ রান তুলে ফাইনালের টিকিট পেয়ে গেছে বাংলাদেশের যুবারা। এবার অপেক্ষা শিরোপা নির্ধারণী ম্যাচের। আগামী ৮ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ফাইনাল ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।