সিডনি টেস্টের আগে বড় দুঃসংবাদ পেল ভারত
ভারত বনাম অস্ট্রেলিয়া মানেই চরম উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রতিটি ম্যাচেই দেখা মিলছে দারুণ লড়াইয়ের। মেলবোর্নে দাপুটে জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অসিরা। সমতায় ফিরতে মরিয়া ভারত। সিডনিতে দুই দলের মধ্যকার পঞ্চম টেস্টটি শুরু হবে শুক্রবার ভোরে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেল ভারত।
মেলর্বোন টেস্টে দারুণ ছন্দে ছিলেন পেসার আকাশ দীপ। তবে, ছন্দে থাকলেও সিডনিতে তার খেলা হচ্ছে না। ম্যাচের আগেরদিন ভারতীয় কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন চোটের কারণে সিডনি টেস্টে খেলা হচ্ছে না আকাশ দীপের। তার জায়গায় আরেক পেসার হারশিত রানা খেলবেন বলে জানিয়েছেন তিনি। আকাশ দীপ প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘পিঠের চোটের জন্য সিডনিতে আকাশ দীপ নেই। ফলে ভারতীয় দলে একটি বদল অবশ্যম্ভাবী।’
পার্থে প্রথম টেস্টে অভিষেক হয়েছিল হারশিতের। এরপর অ্যাডিলেড টেস্টেও পান সুযোগ। তবে, নজর কাড়তে ব্যর্থ। পরবর্তীতে হারশিতকে বসিয়ে আকাশ দীপকে খেলানো হয় ব্রিসবেন টেস্টে। অবশ্য এই টেস্টে আরও বেশকিছু পরিবর্তন দেখা যেতে পারে ভারতীয় একাদশে।
গুঞ্জন রয়েছে, সিডনি টেস্টের উইকেট দেখে অধিনায়ক রোহিতের খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত তিন ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। রোহিত না খেললে বিকল্প ওপেনার হিসেবে দেখা যেতে পারে কেএল রাহুলকে। আর উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেলকে দেখা যেতে পারে রিশাভ পন্থের জায়গায়।
ভারতরে মতো একাদশে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টে দারুণ জয়ের পরও উইনিং কম্বিনেশন না ধরে রেখে একাদশে বদল এনেছে প্যাট কামিন্সরা। অফ ফর্মে থাকা অলরাউন্ডার মিচেল মার্শকে বাদ দেওয়া হয়েছে। সিডনিতে ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী পঞ্চম টেস্টে তার জায়গায় অভিষেক হতে যাচ্ছে বো ওয়েবস্টারের। শুরুতে টেস্ট ক্রিকেটেই নয়, এর আগে জাতীয় দলের হয়েই খেলা হয়নি ওয়েবস্টারের।