বরিশালের ভক্তদের প্রশংসায় ভাসালেন তামিম
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/07/taamim_ikbaal.jpg)
একটি দলের ভেতর প্রাণ সঞ্চার করেন ভক্তরা। তাদের অনবরত সমর্থনে দল পায় এগিয়ে যাওয়ার প্রেরণা। বিপিএলে ফরচুন বরিশালের ভক্তরাও নিজ দলের জন্য গলা ফাটান নিঃস্বার্থভাবে। ফ্র্যাঞ্চাইজিটিও দিচ্ছে প্রতিদান৷ আসরের বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের সর্বশেষ ম্যাচে সোমবার (৬ জানুয়ারি) জিতেছে ম্যাচ।
দুর্বার রাজশাহীর বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়টি এসেছে সাত উইকেটে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। রান তোলেন ঝড়ো গতিতে। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৮ বলে ৮৬ রানে। ১৭৯.১৬ স্ট্রাইক রেটে তামিম ইনিংস সাজান ১১টি চার ও তিনটি ছয়ের মারে।
এমন ইনিংসের পর তামিম প্রশংসায় ভাসালেন বরিশালের ভক্তদের। তিনি বলেন, ‘বরিশালের ভক্তরা চমৎকার। আমরা যেখানেই যাই, তারা সেখানেই আমাদের সমর্থন দেয়। সংখ্যায় তারা অনেক বেশি। ব্যাপারটি দারুণ। আমরাও নিজেদের উজাড় করে খেলার চেষ্টা করি। আজকের উইকেট ভালো ছিল। এমন উইকেটের জন্য কিউরেটরদের ধন্যবাদ।’
এ ছাড়া সিলেটের মাঠে খেলার অভিজ্ঞতা নিয়ে তামিম বলেন, ‘সিলেটের মাঠে খেলা সবসময় দারুণ। বিশেষ করে এখানকার ক্রিকেট সমর্থকরা অসাধারণ। আমরা যখনই খেলতে আসি, সেটা জাতীয় দলের হয়ে হোক বা ফ্র্যাঞ্চাইজি, তারা ভালোভাবে গ্রহণ করে। এখানকার মাঠ চমৎকার, পরিবেশ চমৎকার।’