জয়ের জন্য মিরাজদের মাঝারি লক্ষ্য দিল রাজশাহী
চার ম্যাচের তিনটিতে হার। টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত রাখতে জয়ের জন্য মুখিয়ে দুর্বার রাজশাহী। এমন চ্যালেঞ্জের মাঝে নিজেদের পঞ্চম ম্যাচে খুলনা টাইগার্সকে ১৭৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে এনামুল হক বিজয়ের দুর্বার রাজশাহী।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিপিএলের ১৫তম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৭৮ রান তুলেছে দুর্বার রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন রায়ান বার্ল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় খুলনা টাইগার্স। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ঠিকঠাকই করে রাজশাহী। কিন্তু বেশিক্ষণ ছন্দ ধরে রাখতে পারেননি খুলনার ব্যাটাররা। ইনিংসের ষষ্ঠ ওভারে শুরু হয় রাজশাহীর উইকেট হারানোর মিছিল।
খুলনার স্পিনার নাসুম আহমেদ খোলেন প্রথম উইকেটের খাতা। মোহাম্মদ হারিসকে বোল্ড করে খুলনাকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাসুম। ২০ বলে ৪ বাউন্ডারি আর এক ছক্কায় ২৭ রান করে থামেন হারিস।
ওয়ানডাউনে নামা এনামুল হক বিজয়কেও টিকতে দেননি নাসুম। ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ৭ রানেই বিদায় নেন অধিনায়ক বিজয়। চারে নামা মেহরাবকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। জিসান আলম থিতু হওয়ার আভাস দিয়ে ক্যাচ দেন নাইম শেখের হাতে। ২২ বলে ২৩ রান করে শেষ হয় তার ইনিংস।
৬৭ রানে ৪ উইকেট হারানোর পর বিপদে পড়ে যায় রাজশাহী। সেখান থেকে হাল ধরেন ইয়াসির আলি রাব্বি ও রায়ান বার্ল। পঞ্চম উইকেটে দুজন মিলে গড়েন ৮৮ রানের জুটি। এই জুটিতে ভর করে মোটামুটি লড়াইয়ের পুঁজি পায় রাজশাহী।
ইনিংসের শেষ পর্যন্ত টিকে থেকে ২৯ বলে ৪৮ রান করেন জিম্বাবুইয়ান বার্ল। যাতে ছিল সাতটি চার ও একটি ছক্কা। ইয়াসির আলি খেলেন ২৫ বলে ৪১ রানের ইনিংস। শেষ দিকে নেমে কিপার আকবর আলি খেলেন ২১ রানের ক্যামিও।
খুলনা টাইগার্সের হয়ে বল হাতে ২০ রান দিয়ে সর্বোচ্চ দুই উইকেটে নেন নাসুম আহমেদ। সমান একটি করেন নেন মিরাজ, নেওয়াজ ও আবু হায়দার।