নাহিদ রানাকে চাপমুক্ত রাখতে চায় বিসিবি
দেশের ক্রিকেটে গত দুই বছরে পেস বোলিংয়ে হয়েছে অভাবনীয় উন্নতি। বাংলাদেশের ম্যাচগুলোতে এখন অধিকাংশ সময় নেতৃত্ব দেন পেসাররা। পেস বিভাগে নতুন সংযোজন নাহিদ রানা। যেমন লম্বা, তেমন গতিতে ইতোমধ্যে তিনি সাড়া ফেলেছেন আন্তর্জাতিক অঙ্গনে। আজ রোববার (১২ জানুয়ারি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রত্যাশিতভাবেই স্কোয়াডে জায়গা পেয়েছেন নাহিদ রানা।
গতিতারকার খেতাব পাওয়া নাহিদের বলের গতি কমছে আগের চেয়ে। বিপিএলে তিনি খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। টানা খেলার ধকলেই কি না, সেটি বড় প্রশ্ন। তবে নাহিদের ওপর যেন বাড়তি চাপ না পড়ে, সেদিকে নজর রাখছে বিসিবি। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, নাহিদের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে বিসিবির। তাকে দেশের ক্রিকেটের সম্পদ হিসেবেও আখ্যা দেন লিপু।
প্রধান নির্বাচক বলেন, ‘নাহিদ রানা আমাদের অত্যন্ত বড় সম্পদ। আমরা কোনোভাবেই চাই না, তার ওপর বাড়তি চাপ পড়ুক। তিনি যেন ওভারলোডেড না হন, সেজন্য ফ্র্যাঞ্চাইজির (রংপুর রাইডার্স) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে আমাদের মেডিকেল ইউনিট।’
গত বিপিএলে খুলনার জার্সিতে গতি দিয়ে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন। এত কম বয়সে এমন গতির কারণে সর্বমহলে বেশ প্রশংসিত হচ্ছেন নাহিদ। তবে দীর্ঘ সময়ের জন্য সার্ভিস পেতে তার সঠিক পরিচর্যা করার বার্তা দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটাররা। বিসিবিও বিষয়টি মাথায় নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছে।