খেলার মাঠে আবারও মুখোমুখি হতে পারেন সাকিব-তামিম
জাতীয় দলের অধ্যায় শেষ দুজনেরই। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। সাকিব আল হাসান ওয়ানডে থেকে অবসরে না গেলেও সার্বিক পরিস্থিতিতে বলা যায়, তার জন্য বন্ধ জাতীয় দলের দরজা। মাঠের ক্রিকেটে একসঙ্গে খেলার আর সুযোগ নেই সাকিব-তামিমের।
এবারের বিপিএলেও নেই সাকিব। তবে ভক্তদের জন্য সুখবর হলো—বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা আবারও একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি হতে পারেন। সম্প্রতি ‘লিজেন্ড নাইন্টি’ ক্রিকেট লিগে নাম লিখিয়েছেন তামিম। যে লিগে আগে থেকেই আছেন সাকিব। ভারতের রায়পুরে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
টুর্নামেন্টে তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ। সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। লিজেন্ডস লিগে সুযোগ পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন তামিম।
লিজেন্ড নাইন্টির পেজে তামিম বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি লিজেন্ড নাইন্টির অংশ হতে যাচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি আমাকে দেখা যাবে অন্য কিংবদন্তিদের সঙ্গে। লিজেন্ডারি একটি ব্যাপার হতে যাচ্ছে এটি।’
এতেই তৈরি হয়েছে সাকিব-তামিমের মুখোমুখি হওয়ার সম্ভাবনা। তবে সেটি কবে কখন, তা এখনও জানা যায়নি।