রংপুরের ‘রং’ মুছে রাজশাহীর বার্তা— ‘আহো ভাতিজা আহো’
এবারের বিপিএলে রংপুর রাইডার্স ছিল অপ্রতিরোধ্য। টানা আট জয়ে পয়েন্ট টেবিলে সবার ধরাছোঁয়ার বাইরে ছিল দলটি। কোনোভাবেই তাদের হারাতে পারেনি দলগুলো। উল্টো প্রতিটি ম্যাচ জয়ের পর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মজার ছলে প্রতিপক্ষকে খোঁচা দিত রংপুর।
ফরচুন বরিশালকে হারিয়ে যেমন লিখেছিল, বরিশালের লঞ্চে ধাক্কা। খুলনা টাইগার্সকে হারিয়ে তারা ছবির মাধ্যমে তুলে ধরেছিল নিজেদের বীরত্ব। ছবিতে দেখা গিয়েছিল, বাঘ সামনে তবে তার চামড়া ঝুলছে দড়িতে। পাশে লেখা, গরম লাগছে।
চিটাগং কিংসকে হারিয়ে রংপুর লেখে, বদ্দার মন ভালো নেই। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে লিখেছিল, টু ফান। শাকিব খানের তুফান ছবির প্যারোডি করেই তৈরি করেছিল সেটি। সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চায়ের কাপে কড়া লিকারের ছবিতে তারা লেখে, একটু বেশিই স্বাদ।
বাকি পাঁচ দলের সবাইকে হারালেও এবারের আসরে রাজশাহীর মুখোমুখি হয়নি রংপুর। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রথমবার পরস্পর লড়াইয়ে নামে দুদল। সেই লড়াইয়ে রংপুরকে ২৪ রানে হারিয়েছে রাজশাহী। ম্যাচ জিতে রংপুরের ফর্মুলায় মজা নেয় দলটি।
দুর্বার রাজশাহীর ফেসবুক পেজে দেওয়া ছবিতে দেখা যায়, দেয়ালে থাকা রংপুর রাইডার্সের ছবি মুছে দিচ্ছে রাজশাহীর ক্রিকেটার। হাতে বালতি। ছবিতে লেখা, আহো ভাতিজা আহো।
আর ক্যাপশনে রাজশাহী জানিয়েছে—রং মুছে গেছে দেয়ালের। দুর্বার যখন ফর্মে, প্রতিপক্ষ তখন অন্ধকারে!