২১ বছরের সংসার ভাঙছে শেবাগের?
ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের সংসার ভাঙার গুঞ্জন উঠেছে। স্ত্রী আরতি শেবাগের সঙ্গে ২১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটতে চলেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন দুজন।
শেবাগ ও আরতি নিজেদের সামজিক যোগাযোগমাধ্যমগুলোতে (ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স) নিয়মিত নিজেদের ছবি দিতেন। সুখী দম্পতি হিসেবে পরিচিতি পাওয়া দুজন এখন সেই সামাজিক মাধ্যমগুলো থেকে একে অপরকে আনফলো করে দিয়েছেন। শুধু তা-ই নয়, কয়েক মাস ধরে আলাদা থাকছেন শেবাগ ও আরতি।
ভারতের একসময়ের হার্ডহিটার ব্যাটার শেবাগ ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শেবাগ ও আরতি একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। এই দম্পতির রয়েছে দুই সন্তান। বড় ছেলে আর্যবীরের বয়স ১৮, ছোট ছেলে বেদান্তের ১৫।
তবে, এই বিষয়ে কোনো বিবৃতি দেননি শেবাগ বা আরতি কেউই। গোপনীয়তা বজায় রেখেছেন দুজনই। ব্যক্তিজীবনে আরতি একজন ব্যবসায়ী। এদিকে, ৪৬ বছর বয়সী শেবাগ ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান। এর আগে ১৬ বছরের ক্যারিয়ারে (১৯৯৯ সালে অভিষেক) ভারতের হয়ে খেলেন ১০৪টি টেস্ট, ২৫১টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি। জিতেছেন বিশ্বকাপও।