বিপিএলের পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়?
ঢাকা, সিলেট ও চট্টগ্রাম—তিন শহরেই ঘোরা শেষ বিপিএলের। এখন আবার ফিরবে ঢাকায়। আগামী দুদিন বিরতি দিয়ে আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হবে গ্রুপপর্বের বাকি খেলা। এর আগে অনেকটা পথই পাড়ি দিয়েছে ৭ দল। প্রথম স্থান ছাড়া নিয়মিত অদলবদল হয়েছে পয়েন্ট টেবিল।
৯ ম্যাচে ৮ জয় নিয়ে সবার শীর্ষে আছে রংপুর রাইডার্স। টানা ৮ জয়ের পর রংপুরকে হারানো যখন অসম্ভব মনে হচ্ছিল, তখন হাজির দুর্বার রাজশাহী। আসরে এখন পর্যন্ত একবারই হারের তিক্ততা পেয়েছে রংপুর, সেটি দিয়েছে রাজশাহী। তবে, ৯ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে নুরুল হাসান সোহানরা। সবার আগে কোয়ালিফায়ারও নিশ্চিত করেছে রংপুর। প্লে-অফে তারা যাচ্ছে শীর্ষে থেকে, এটি মোটামুটি নিশ্চিত।
দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ৮ ম্যাচে ৬ জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। বরিশাল দুটি ম্যাচই হেরেছে রংপুরের কাছে। চট্টগ্রাম পর্ব শেষে তালিকার তিনে উঠে এসেছে চিটাগং কিংস। ৯ ম্যাচে ৫ জয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। চারে আছে খুলনা টাইগার্স। ৯ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ৪ ম্যাচে, পয়েন্ট ৮।
৪ জয়ে খুলনার সমান ৮ পয়েন্ট হলেও দুর্বার রাজশাহী ম্যাচ খেলেছে একটি বেশি। ১০ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান পঞ্চম। ১০ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ঢাকা ক্যাপিটালস এবং ৯ ম্যাচে মাত্র দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে সিলেট স্ট্রাইকার্স সাত দলের মধ্যে সবার শেষে।
পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে প্লে-অফ। প্রথম দুই দল কোয়ালিফায়ারে লড়াই করবে। তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর।