টাকা না থাকলে দল নেওয়ার কী দরকার, প্রশ্ন মালানের
নেতিবাচক খবরের শিরোনামে থাকতেই হয়তো পছন্দ করেন দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমান। কখনো পারিশ্রমিক জটিলতা, হোটেলের বিল বকেয়া কিংবা ক্রিকেটাদের কিট সংকট; এবারের বিপিএলে প্রতিদিনই বিতর্কের জন্ম দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের শেষের দিকেও জটিলতাগুলো কাটিয়ে উঠতে পারেনি তারা। এবার দলটির পারিশ্রমিক ইস্যুতে কথা বলেছেন বরিশালের ক্রিকেটার ডেভিড মালান।
দুইবার পারিশ্রমিকের চেক বুঝে পেলেও টাকা তুলতে পারছেন না রাজশাহীর ক্রিকেটাররা। রাউন্ড রবিন লিগের খেলা শেষ হওয়ায় বকেয়া অর্থ পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্লে-অফে খেলার সম্ভাবনা থাকলেও আর্থিক জটিলতা না মেটায় অনিশ্চয়তায় ক্রিকেটাররা।
এই বিষয়ে ডেভিড মালান বলেন, ‘টুর্নামেন্ট যেটাই হোক না কেন, মৌলিক জিনিসগুলো ঠিক রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে খেলা, কারও কাজ হচ্ছে টাকা দেওয়া। আশা করি সামনে এমন হবে না, এটা খুবই সহজ প্রক্রিয়া। একজন খেলোয়াড় হিসেবে আপনার দায়িত্ব পারফর্ম করা, নিজেকে প্রস্তুত করে শতভাগ দেওয়া। এটা হচ্ছে না, ব্যাপারটা হতাশার।’
শুধু রাজশাহী নয় পারিশ্রমিক নিয়ে ঝামেলা আছে চট্টগ্রাম কিংসেও। তারাও সব ক্রিকেটারকে নিয়ম মেনে অর্থ পরিশোধ করেনি। আবার সাত দলের মধ্যে বিসিবিকে ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে মাত্র একটি ফ্র্যাঞ্চাইজি। তাই বিসিবির ভূমিকায় নিয়েও প্রশ্ন তুলছে ভক্ত-সমর্থকদের অনেকেই। বিপিএলের তো বটেই বাংলাদেশের ক্রিকেটের এমনকি বাংলাদেশের মর্যাদা ক্ষুন্ন করেছে এমনসব বিতর্ক।