ঢাকাকে ৭৩ রানে গুটিয়ে দিল বরিশাল
রংপুরের হারে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ফরচুন বরিশাল। অন্যদিকে, বিদিায় নিশ্চিত হয়েছে ঢাকা ক্যাপিটালসের। বরিশাল ও ঢাকার ম্যাচটি তাই নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। এমন ম্যাচে আজ বুধবার (২৯ জানুয়ারি) ঢাকাকে অল্পতে অলআউট করেছে বরিশাল। আগে ব্যাট করে ১৫.৩ ওভারে ৭৩ রানে অলআউট হয় ঢাকা।
শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে শামিল হন ঢাকার ব্যাটাররা। বলার মতো সংগ্রহ গড়তে পারেননি কেউই। তিনজন ছাড়া দুই অঙ্ক স্পর্শ করেননি বাকি ৮ ব্যাটার। অধিনায়ক থিসারা পেরেরা করেন সর্বোচ্চ ১৫ রান। ১০ রান আসে রন্সফোর্ড বিটন ও লিটন দাসের ব্যাট থেকে।
ঢাকাকে ধসিয়ে দেওয়ার অন্যতম দুই কারিগর বরিশালের তানভীর ইসলাম ও মোহাম্মদ নবী। তানভীর ২ রানে ৩ উইকেট শিকার করেন। নবী ৩ উইকেট নেন ৯ রান দিয়ে। ফাহিম আশরাফেরও শিকার ৩টি। তবে, তিনি দিয়েছেন ১৫ রান। বাকি উইকেটটি পান জেমস ফুলার।