প্রথম কোয়ালিফায়ারে টস জিতে বোলিংয়ে বরিশাল
বিপিএলের ফাইনাল থেকে এক পা দূরত্বে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। প্রথম কোয়ালিফায়ারে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছে দুদল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে ফরচুন বরিশাল।
বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমরা আগে বোলিং নিচ্ছি। সেরাটা দিয়েই খেলব। এটাকে শেষ ম্যাচ ভেবেই মাঠে নামছি। আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। দলের পরিকল্পনা আছে। সেটি বাস্তবায়ন করার জন্য সে অনুযায়ী খেলবে ছেলেরা।’
চিটাগং অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘উইকেটে দেখে ভালো মনে হচ্ছে। আশা করি আমরা ভালো সুবিধা পাব। আমাদের পরিকল্পনা হচ্ছে, পরিকল্পনা অনুযায়ী খেলা। যতটুকু পারি সুবিধা নিতে চেষ্টা করব।’
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল। বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল চিটাগং।