চতুর্থ ফাইনালে শিরোপা খরা কাটল হৃদয়ের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/476740462_929582862493234_2144246816204616666_n.jpg)
ফাইনালে হারা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছিল তাওহিদ হৃদয়ের। টানা তিনবার ফাইনাল খেললেও কখনও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। অবশেষে ফরচুন বরিশালের জার্সিতে সেই আক্ষেপ মিটল হৃদয়ের। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা তাওহিদ ফাইনালেও দলের জয়ে রাখেন অবদান।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শিরোপা জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তাওহিদ হৃদয়ে বলেন, ‘টানা ৩ বার ফাইনাল খেলেও এই সোনালী হরিণ অধরা ছিলো, চতুর্থবার ধরেই ফেললাম….।
দুর্ভাগ্যের শুরুটা হয়েছিল ২০২২ সালে ফরচুন বরিশালের হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে। পরের বছর হৃদয় যান সিলেট স্ট্রাইকার্সে। দুর্দান্ত খেলে দলকে ফাইনালেও তোলেন। কিন্তু সেবার তার দল আবার হারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে। ২০২৪ সালে ওই কুমিল্লার হয়েই ফাইনালে খেলে হৃদয় হারেন বরিশালের কাছে।
এবারের আসরে দারুণ ছন্দে ছিলেন হৃদয়। লিগ পর্বের ১২ ম্যাচে মাত্র ১৯৮ রান এসেছে তার ব্যাট থেকে। তবে কোয়ালিফায়ারে ৫৬ বলে ৮২ রান করে দলকে জিতিয়েছেন তিনি। শুধু তাই নয় মেগা ফাইনালে খেলেন ২৮ বলে ৩২ রানের ইনিংস।
হৃদয়ের পারফরম্যান্স নিয়ে বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘তাওহিদ হৃদয়ের প্রতি সব সময় আমাদের বিশ্বাস ছিল। আমরা যখন তাকে নিয়েছি, সে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। আমরা ওভাবেই তাকে বেছে নিয়েছি।’