বিসিবি প্রধান হওয়ার প্রশ্নে তামিমের ইতিবাচক জবাব
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/tamim_2.jpg)
বাংলাদেশের জার্সিতে তামিম ইকবালের অধ্যায় এখন অতীত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ফেরা নিয়ে কম জলঘোলা হয়নি। তবে গত ২০ জানিয়ারি নিজের ফেসবুক পাতায় ২৩৯ শব্দের বার্তায় তামিম স্পষ্ট জানিয়ে দেন—লাল-সবুজের জার্সিতে আর ফেরা হচ্ছে না তার।
গেল ৪০ দিন তামিমের ব্যস্ততা ছিল বিপিএল নিয়ে। গত রাতে শেষ বিপিএলও শেষ হলো। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নের তকমা নিয়ে বিপিএল অভিযান শেষ করলেন ফরচুন বরিশালের অধিনায়ক। বিপিএল তো শেষ, এবার কোন পথে যাবেন তামিম? রাজনীতি নাকি বিসিবিপ্রধান? না, ঘরোয়া ক্রিকেটেই খেলে যাবেন আরও কদিন?
সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বিপিএল শেষে সংবাদমাধ্যমের সামনে তামিম আসতেই তাই ছুটে এলো এই প্রশ্ন। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে তামিম শেরেবাংলার মিডিয়া রুমে আসার পর প্রশ্ন ছুটে গেল—রাজনীতিতে তামিমের নাম লেখানোর কোনো ইচেছ আছে কি? একটু হেসে তামিম জবাব কিছুটা আশা জাগানিয়া জবাব দিয়ে বললেন, ‘রাজনীতিতে? এখন তো আমি রিটায়ার্ড, যদিও আসিও, এখন ওই আলোচনাটা হবে না।’
এই উত্তরে সবার মনে হতে পারে তামিম হয়ত ঠিকই নাম লেখাবেন রাজনীতির মাঠে! তবে কিছুক্ষণ বাদে সেই ধোঁয়াশা তামিম নিজেই মুছে দিলেন। বলেন দিলেন, ‘আল্লাহর রহমতে এরকম (রাজনীতির) কোনো প্ল্যান নেই।’
রাজনীতিতে আসবেন না তাহলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দেখা যাবে বাঁহাতি ওপেনারকে? গেল পাল্টা প্রশ্ন—তবে কি বোর্ড সভাপতি হচ্ছেন? তামিম তখন আরেকবার হাসলেন। হেসে জবাব দিলেন, ‘সেটা দেখা যাক।’
তামিমের এই জবাবে স্পষ্ট আভাস পাওয়া যায়—ভবিষ্যতে বিসিবির কর্তা হিসেবে দেখা মিলতে পারে তার। ইতিপূর্বেও সেই জবাব মিলেছে। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। আলোচনা চলছে নিজ বিভাগের ক্রীড়া সংগঠকদের সাথেও। সবমিলিয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বিসিবির মসনদে বসার অপেক্ষায়।