বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/16/std.jpg)
দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এবার নাম পাল্টে করা হলো জাতীয় স্টেডিয়াম, ঢাকা। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল দীর্ঘদিন। রাষ্ট্রীয় অনেক ক্রীড়া অনুষ্ঠানও এই স্টেডিয়ামে হয়েছে। ক্রিকেট-ফুটবল এখানে ভাগাভাগি করে হতো। ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্ট এখানেই হয়েছিল। এরপর ক্রিকেট এই স্টেডিয়াম থেকে সরে যায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
প্রায় ৩৬,০০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে মোট ১৭টি টেস্ট এবং ৫৮টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে এটি ফুটবল প্রধান মাঠ হিসেবে ব্যবহৃত হয়, যেখানে ২০০৩ সাফ গোল্ড কাপ, ২০০৯ এবং ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।
গত এক সপ্তাহে দেশের ১৫০টি স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে। এর আগে উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। তবে জাতীয় ক্রীড়া পরিষদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি স্টেডিয়ামের নাম সংশ্লিষ্ট উপজেলার নামে করা হয়েছে।