চ্যাম্পিয়ন্স লিগ : শেষ ষোলোতে আজ লড়বে যারা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নামছে আরও ৮ দল। আজ বুধবার (৫ মার্চ) ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখের মতো দলগুলো। লড়াইয়ের ভেতর লড়াই আছে একাধিক ম্যাচে।
রাত পৌণে ১২টা ইন্টার মিলান খেলবে ফেইনুর্দের বিপক্ষে। এই একটি ম্যাচ ছাড়া বাকি ৩টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দিনগত রাত ২টায়। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রতিপক্ষ বেনফিকা। পর্তুগিজ ক্লাবটির ঘরের মাঠে খেলবে কাতালানরা।
শেষ ষোলোতে দর্শকের চোখ অবশ্য থাকবে অন্য দুটি ম্যাচে। লিভারপুল ও পিএসজি, দুই দল অপেক্ষায় একে অপরের। পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে জমাটি যুদ্ধ দেখতে তৈরি ভক্ত-সমর্থকরাও। চলতি আসরে লিভারপুল আছে দারুণ ছন্দে। ছন্দ ধরে রাখার মিশন অলরেডদের সামনে।
আরেকটি চৌকস লড়াই হবে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায়। দুই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুজেন পরস্পর মোকাবিলা করবে। লড়াইটা মাঠের বাইরেও। ভিনসেন্ট কোম্পানির বায়ার্নকে খেলতে হবে জাভি অ্যালান্সোর লেভারকুজেনের বিপক্ষে। অ্যালান্সোর ছোঁয়ায় যারা গত মৌসুমে পরিণত হয়েছে সমীহ জাগানিয়া এক দলে।