নাহিদের পিএসএলে খেলা উচিত, বললেন শান্ত

এপ্রিলে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। এবারের পিএসএলে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। সামনে জিম্বাবুয়ে সিরিজ থাকায় তাদের পিএসএলে খেলা নিশ্চিত নয়।
জানা গেছে পিএসএল খেলতে অনাপত্তি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন পেসার নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। অধিনায়ক নাজমুল শান্তরও চাওয়া রিশাদ-রানারা এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করুক।
মিরপুরের একাডেমি মাঠে সোমবার দলের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে শান্ত বলেন, “নাহিদ রানার এই ধরনের টুর্নামেন্ট খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক- সবকিছুর ওপরে।”
শান্ত আরও যোগ করেন, ‘আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে অভিজ্ঞতা তৈরি হবে এবং দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।”
দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিলেটে ২০ ও চট্টগ্রামে ২৮ তারিখ শুরু হবে দুই টেস্ট। ওই সিরিজের দলে থাকলে পিএসএলের শুরু থেকে খেলার সুযোগ পাবেন না নাহিদ। বিসিবি তাদের অনাপত্তিপত্র দেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।