আট বিভাগে হবে স্পোর্টস হাব, জানালেন ক্রীড়া উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দেশের আট বিভাগে স্পোর্টস ভিলেজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাত সরকার এ বিষয়ে বাংলাদেশকে আর্থিক সহায়তা করার ব্যাপারে একমত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে রোববার (৬ এপ্রিল) এমন কথাই বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা প্রথম থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা থাকা দরকার। স্পোর্টস ভিলেজের মত। এটি বিভিন্ন দেশে দেখেছি। যে দেশগুলো স্পোর্টসে ভালো করেছে। চীনে এমনটা আছে। প্রাথমিকভাবে চীনের সঙ্গে আলোচনা চলছিল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারকে এ বিষয়টা জানিয়েছিলাম। কিছুদিন আগে স্যার যখন আরব আমিরাতে গিয়েছিলেন তখন এ বিষয় নিয়ে আলোচনা করেন। সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদের আর্থিক সহায়তা করার ব্যাপারে একমত হয়েছে।’
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর অংশ হিসেবেই স্পোর্টস হাবের ভাবনা। যা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা যেহেতু ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি, এজন্য দেশের আটটি বিভাগে আটটি স্পোর্টস হাব করার সিদ্ধান্ত হয়েছে। এখন মন্ত্রণালয় কাজ করছে। আশা করছি আগামী অর্থ বছরেই কাজ শুরু করতে পারব।’