নতুন ইতিহাস গড়ে স্কটল্যান্ডকে হারাল বাংলাদেশ

এ যেন ভিন্ন এক বাংলাদেশ দল। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের প্রতিটিতে গড়েছে কোনো না কোনো রেকর্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ নারী ক্রিকেট দল গড়েছে নতুন এক ইতিহাস। ইতিহাস গড়া ম্যাচে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বের আরও কাছাকাছি বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাটিং বেছে নেওয়া বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৬ রান করে। জবাবে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রানে থামে স্কটল্যান্ড।
এর আগে ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৭১ রান। ৫ দিনের ব্যবধানে নিজেদের রেকর্ড ভেঙেছেন জ্যোতি-শারমিনরা। আরও একবার দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার ব্যাট থেকে আসে ৫৯ বলে ১১টি চারে অপরাজিত ৮৩ রানে। এছাড়া, অর্ধশতক করেন দুজন। ফারজানা হক ও শারমিন আক্তার সুপ্তা দুজনের ব্যাট থেকেই আসে ৫৭ রান।
চলমান আসরে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারালেও বাংলাদেশের সামনে সেই সুযোগ পায়নি স্কটল্যান্ড। নাহিদ আক্তার ও জান্নাতুল ফেরদৌসের বোলিংয়ে সামনে স্কটিশ মেয়েরা দাঁড়াতেই পারেনি সেভাবে। যদিও প্রিয়ানাজ চ্যাটার্জি ও র্যাচেল স্ল্যাটার চেষ্টা করেছিলেন। দুজনের ব্যাট থেকেই আসে ৬১ করে রান। তবে, বাংলাদেশ আগেই জয়ের পথ সুগম করে রেখেছিল।
বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট নেন নাহিদা। ১০ ওভারে ৪৩ রান খরচায় জান্নাত পান ২ উইকেট।