কোন সমীকরণে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ?

সরাসরি খেলার সুযোগ থাকলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে। বাছাইপর্বে অবশ্য বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা এখন পর্যন্ত অনবদ্য নৈপুণ্য দেখিয়েছেন। ব্যাটিং কিংবা বোলিং, বাংলার মেয়েরা ঠিক সময়ে জ্বলে উঠছেন। তিন ম্যাচের তিনটিতেই শেষ হাসি লাল-সবুজের প্রতিনিধিদের।
পাকিস্তানে চলছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। ৬ দলের টুর্নামেন্টে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলে সবার শীর্ষে। ৩ জয়ে ৬ সমান ৬ পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে দুইয়ে আছে পাকিস্তান। শেষ ম্যাচে হেরে যাওয়া স্কটল্যান্ড আছে তিন নম্বরে।
বাংলাদেশের শেষ দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। এর মধ্যে একটিতে জিতলেই সরাসরি ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সুযোগ পাবে বাংলাদেশ। যদি ক্যারিবীয় ও পাকিস্তানের কাছে হেরেও যায়, নেট রানরেটে এগিয়ে থাকায় বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে জ্যোতিদের।
এবারের বাছাইপর্বে প্রতি ম্যাচেই নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন বাংলার মেয়েরা। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের প্রতিটিতে গড়েছে কোনো না কোনো রেকর্ড। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছে। সেদিনই বাংলাদেশ করেছিল ২৭১ রান। ওয়ানডেতে যা ছিল দলটির দলীয় সর্বোচ্চ সংগ্রহ এবং সবচেয়ে বেশি রানে পাওয়া জয়। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় গড়েছে রেকর্ড। আর সর্বশেষ স্কটল্যান্ডের বিপক্ষে তো আগের ২৭১ ছাপিয়ে বাংলাদেশ গড়েছে সর্বোচ্চ ২৭৬ রানের ইতিহাস।