দশমিকের মারপ্যাঁচে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

বাংলাদেশকে প্রায় বিদায় করেই দিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় মেয়েরা জানত কী করতে হবে তাদের। টস জিতে আগে বোলিং, থাইল্যান্ডকে ১৬৬ রানে থামিয়ে রান ১০ ওভারে রান তাড়া। অসম্ভবকে সম্ভব করেই ফেলছিল ক্যারিবীয় নারীরা। কিন্তু, শেষটায় আর হলো না! মহাকাব্যিক এক ম্যাচ জিতেও বিশ্বকাপের মূলপর্বে জায়গা হলো না ওয়েস্ট ইন্ডিজের। রানরেটে ০.১৩ ব্যবধানে এগিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে পৌঁছাল বাংলাদেশ।
বিশ্বকাপের বাছাইপর্বের শেষ দিনের খেলায় আজ শনিবার (১৯ এপ্রিল) পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের সামনে সমীকরণ ছিল সহজ। ১ পয়েন্ট পেলেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত। অথচ বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটে। তাকিয়ে থাকতে হয় ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের ফলাফল জেনে যাওয়া ক্যারিবীয়রা থাই মেয়েদের ১৬৬ রানে অলআউট করে। সমীকরণ দাঁড়ায়, ১৬৭ রান তাড়া করতে হবে ১০ ওভারে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঝড় তোলেন ক্যারিবীয় অধিনায়ক হেইলি ম্যাথুস। ২৯ বলে ১১ চার ও ২ ছক্কায় ৭০ রান আসে তার ব্যাট থেকে। সপ্তম ওভারের শেষ বলে ম্যাথুসকে ফেরান চানিদা সুত্থিরুয়াং। তাতে হাঁফ ছেড়ে বাঁচে বাংলাদেশ।
বাকিটা সময় ক্যারিবীয় মেয়েরা ছুটেছেন অসম্ভবকে সম্ভবের পথেই। কিন্তু, ম্যাচটা তারা জেতেন ১০.৫ ওভারে, ১৬৮ রান তোলেন ৪ উইকেট হারিয়ে। ফলে, পিছিয়ে যায় রানরেটে। এমন অতিমানবীয় খেলার পরও তাই ওয়েস্ট ইন্ডিজকে বাদই পড়তে হলো।
বিশ্বকাপ বাছাইয়ে ৫ ম্যাচে ৫ জয়ে সবার ওপরে পাকিস্তান। সমান ৫ ম্যাচে তিনটি করে জয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের রানরেট ০.৬৩৯, উইন্ডিজদের ০.৬২৬! দশমিকের মারপ্যাঁচে জিতে লাল-সবুজের প্রতিনিধিরা এখন ধরবে ভারতের বিমান।