পেহেলগাম ইস্যুতে স্থগিত সাফ চ্যাম্পিয়নশিপ

ভারতের অন্যতম পর্যটন এলাকা জম্মু-কাশ্মীরের পেহেলগাম। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় সম্প্রতি নিহত হয়েছেন ২৬ জন পর্যটকসহ সেনা সদস্য। অস্থিরতা বিরাজ করছে ভারতজুড়ে। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। স্থগিত করা হয়েছে সাউথ এশিয়ান (সাফ) অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ।
অ্যাথলেটিকস ফেডারেশন অব ইন্ডিয়ার দেওয়া এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জানানো হয়, সাউথ এশিয়ান (সাফ) সিনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ ২০২৫ স্থগিত করা হয়েছে। আগামী ৩ থেকে ৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে।
আনুষ্ঠানিকভাবে স্থগিতের কারণ না জানানো হলেও ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তানি অ্যাথলেটদের ভিসা জটিলতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তান ৪৩ জন অ্যাথলেটের আসার কথা ছিল টুর্নামেন্টে অংশ নিতে।
প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালদ্বীপের অ্যাথলেটদের অংশ নেওয়ার কথা ছিল। ভুটানের দল এরই মধ্যে রাঁচিতে পৌঁছে অনুশীলন শুরু করেছিল। তাদের এখন ফিরে যেতে হবে নিজ দেশে।
এবারই অবশ্য প্রথম নয়, এর আগেও স্থগিত হয়েছিল টুর্নামেন্টটি। মূলত, গত বছর অক্টোবরে এটি আয়োজন করা কথা থাকলেও তখন প্রথমবার স্থগিত করা হয়।