ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি?

কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হচ্ছেন, অনেকটা নিশ্চিত ছিল এই খবর। ব্রাজিলের দেওয়া প্রস্তাবে মৌখিক সম্মতি দিয়েছেন কার্লো, মৌসুম শেষ হলেই ছাড়বেন রিয়াল মাদ্রিদের দায়িত্ব। এমনকি বেতন নিয়েও আলোচনা এগিয়ে যাচ্ছিল। এমন সময়েই এলো ভিন্ন সংবাদ। তৈরি হয়েছে আনচেলত্তির রিয়াল ছাড়া নিয়ে শঙ্কা। ফলে, পিছিয়ে যাচ্ছে ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা।
তবে, ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) আনচেলত্তির জন্য অপেক্ষা করতে রাজি। মূলত সমস্যা তৈরি হয়েছে আনচেলত্তির সিদ্ধান্তের পর। রিয়ালের সঙ্গে তার চুক্তি আছে ২০২৬ সাল পর্যন্ত। চুক্তির মেয়াদ তো বটেই, শেষ হয়নি চলমান মৌসুমও। এর আগেই ইতালিয়ান এই কোচের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত পছন্দ হয়নি রিয়াল কর্তৃপক্ষের।
ইএসপিএন জানিয়েছে, মৌসুম শেষ হওয়ার আগে ক্লাব ছাড়তে চাওয়ায় আনচেলত্তির চুক্তির বাকি অর্থ পরিশোধ করতে অস্বীকৃতি জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। এই নিয়ে অবশ্য ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে বসবেন আনচেলত্তি।
লা লিগায় রিয়ালের সম্ভাব্য শেষ ম্যাচ আগামী ২৪ মে। লিগে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে লস ব্লাংকোরা। বাকি আছে ৫ ম্যাচ। এর মধ্যে বার্সার বিপক্ষে রয়েছে এল ক্ল্যাসিকো। সেদিনই নির্ধারণ হতে পারে মাদ্রিদের ভাগ্য।
ইএসপিএনের প্রতিবেদনে আরও জানা যায়, আনচেলত্তির জন্য অপেক্ষা করতে রাজি আছে ব্রাজিল। সিবিএফ চাচ্ছে, ২৬ মে’র মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে। আর আনচেলত্তিকে নিয়ে অন্তত ২৫ মে’র আগে অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম। সেই হিসেবে ক্লাব ফুটবলের অন্যতম সফল এই কোচের পাশাপাশি বিকল্প নিয়েও জোরালোভাবে ভাবতে হচ্ছে সিবিএফকে।