সেঞ্চুরি করলেই কীর্তি গড়েন ডু প্লেসি

জুলাইয়ে বয়স ৪১ হবে, কিন্তু বয়সের বাধা হার মানছে ডু প্লেসির ব্যাটিংয়ের কাছে। মেজর লিগ ক্রিকেটে তার ফর্ম বলছে তিনি যেন বুড়োদের কাতারে নাম লেখাতে চান না। ১০ দিনের ব্যবধানে দুটি সেঞ্চুরি করে তিনি হয়ত তারই জানান দিলেন।
বাংলাদেশ সময় সোমবার (৩০ জুন) সকালে মেজর লিগ ক্রিকেটে এম আই নিউইয়র্কের বিপক্ষে ৫৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তার ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৯টি ছক্কায়। ৩৯ রানে ম্যাচ জিতে তার দল টেক্সাসও প্লে-অফেও নিশ্চিত করেছে।
মেজর লিগ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকান ব্যাটার ফাফ ডু প্লেসির এটি তৃতীয় সেঞ্চুরি। লিগটির ইতিহাসে একমাত্র তারই তিনটি সেঞ্চুরি আছে।
টুর্নামেন্টটিতে তিনি ২০ জুন ৪০ বছর ৩৪২ দিন বয়সে সান ফ্রান্সিসকো ইউনিকর্নের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। ৪০ বছর ৩৫১ দিন বয়সে আরো একটি সেঞ্চুরির দেখা পেলেন আজ। এর আগে গত আসরে ৩৯ বছর ৩৬১ দিন বয়সে সেঞ্চুরি পেয়েছিলেন। ৩৯ বছর বয়সের পর তিনটি সেঞ্চুরি করা একমাত্র খেলোয়াড় এখন তিনিই।
দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করার রেকর্ডটা আগে থেকেই তার দখলে ছিল। তৃতীয় সর্বোচ্চ বয়সী ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ডটা আবার নতুন করে গড়লেন আজকে। এর আগে ২০১৭ সালে সাবেক ইংলিশ অলরাউন্ডার পল কলিংউড ৪১ বছর ৬৫ দিনে এবং ২০০৭ সালে গ্রায়েম হিক ৪১ বছর ৩৭ দিন বয়সে এই কীর্তি গড়েছেন।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ডু প্লেসির অপরাজিত ১০৩ রানের সঙ্গে অলরাউন্ডার ডনোভান ফেরেইরার ২০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে টেক্সাস ২০ ওভারে ২২৩ রান সংগ্রহ করে। ২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এমআই নিউ ইয়র্ক যেতে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৪ রান করলে ৩৯ রানে জয় পায় টেক্সাস।