ক্যানসারকে জয় করে ফিরছেন ফন গাল

লুই ফন গাল ডাগআউটে দাঁড়িয়ে ফুটবলের লড়াইটা জমিয়ে তোলার মাঝেই সংবাদ পেয়েছিলেন তিনি ক্যানসারে আক্রন্ত। দীর্ঘদিন প্রাণঘাতী এই রোগের সঙ্গে লড়াই করে তিনি সুস্থ হয়ে উঠেছেনে। ম্যানচেস্টার ইউনাইটেড ও নেদারল্যান্ডস জাতীয় দলের সাবেক কোচ জানিয়েছেন, সফল চিকিৎসার পর তিনি আর ক্যানসার নিয়ে চিন্তিত নন।
৭৩ বছর বয়সী ফন গাল ২০২২ সালে তার তৃতীয় মেয়াদে নেদারল্যান্ডস দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করার সময় জানিয়েছিলেন যে তিনি প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের পর ডাচদের দায়িত্ব থেকে সড়ে আসেন তিনি। এরপর থেকে দায়িত্ব পোলন করছেন আয়াক্সের বিশেষ উপদেষ্টা হিসেবে। তার অধীনেই ১৯৯৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে আয়াক্স।
ডাচ টেলিভিশন টকশো 'হুম্বার্টো'তে অসুস্থতার বিষয়গুলো নিয়ে কথা বলেন ফন গাল। তিনি বলেন, ‘ক্যানসার নিয়ে আমি আর চিন্তিত নয়। দুই বছর আগে আমার কয়েকটি অপারেশন হয়েছিল। তখন পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘আমি কয়েক মাস পরপর নিয়মিত চেক-আপ করাচ্ছি এবং তা ভালোভাবে চলছে। দিন দিন শরীরের অবস্থা অনেক ভালো হচ্ছে।’
অয়াক্স ও নেদারল্যান্ডস জাতীয় দলের পাশাপাশি তিনি ইউরোপের বড় বড় ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের পর ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের ডাহআউটে দাঁড়ান। সেসময তার অধীনে এফএ কাপের শিরোপা জিতে ইউনাইটেড।
বর্তমানে এই ডাচ কোচ কোনো ক্লাবের দায়িত্ব নিতে আগ্রহী না হলেও শীর্ষ পর্যায়ের কোন জাতীয় দলের ডাগআউটে দাঁড়াতে আগ্রহী।