বিমান দুর্ঘটনায় বিসিবির শোক

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার (২১ জুলাই) ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর যুদ্ধবিমান এফ-৭ বিজিআই উড্ডয়নের কিছুক্ষণ পরে বিধ্বস্ত হয়।
শোকবার্তায় বিসিবি লিখেছে, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি বিসিবি গভীর সমেবেদনা জানাচ্ছে। যারা বিধ্বংসী এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবার জন্য প্রার্থনা রইল।’
রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের পর পরই উত্তরার মাইলস্টোনে স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর বিমানটি আছড়ে পড়ে। বিমানটি কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।