ব্যাটিং ব্যর্থতা সামলে মিরপুরে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অভিন্ন উইকেটে একদিন আগে বাংলাদেশের ব্যাটাররা ছিলেন সাবলীল। একদিনের ব্যবধানে সেখানে ব্যাটিং করা যেন কঠিন হয়ে পড়েছে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশি ব্যাটাররা পড়েছেন মুখ থুবড়ে। প্রথম ম্যাচ জেতায় এগিয়ে থাকা বাংলাদেশের সামনে সুযোগ, আজ জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার। মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এদিনই স্বাগতিকরা তুলেছে সাদামাটা সংগ্রহ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১০ উইকেটে তুলেছে ১৩৩ রান।
তানজিদ হাসান তামিমকে বিশ্রাম দিয়ে একাদশে সুযোগ দেওয়া হয়েছে নাঈম শেখকে। তা কাজে লাগাতে পারেননি তিনি। দলীয় ৫ রানে সাজঘরের পথ ধরেন নাঈম, তার ব্যাট থেকে আসে ৩ রান। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ১৪ বলে ১৩ রান। অভিষিক্ত আহমেদ দানিয়ালের বলে ফাহিম আশরাফের ক্যাচে পরিণত হন ইমন।
অধিনায়ক লিটন দাসও দাঁড়াতে পারেননি। ৯ বলে ৮ রান করে সালমান মির্জার শিকার হন। বাড়ান বিপদ। রানের খাতা খোলার আগে তাওহিদ হৃদয় রানআউট হলে বাংলাদেশ যেন অকূল সমুদ্রে পতিত হয়। ২৮ রানে চার উইকেট হারিয়ে যখন পুরোনো ব্যাটিং ধসের শঙ্কায় বাংলাদেশ, তখন জুটি গড়েন জাকের আলী অনিক ও শেখ মেহেদি। দুজনের ৫৩ রান স্বস্তি আনে স্বাগতিক শিবিরে।
২৫ বলে ৩৩ রান করে মোহাম্মদ নাওয়াজের বলে আউট হন মেহেদি। এরপর আরেক দফা আসা-যাওয়ার মিছিল। তবে, জাকের খেলে যান আপন গতিতে। ধীরগতিতে শুরু করা ইনিংসে প্রাণ আনেন শেষ দিকে। ৪৮ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৫৫ রান করেন জাকের। বাংলাদেশ পায় লড়াকু পুঁজি।
পাকিস্তানের পক্ষে সালমান ও দানিয়াল নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১৩৩/১০ (নাঈম ৩, ইমন ১৩ , লিটন ৮, হৃদয় ০, জাকের ৫৫, মেহেদি ৩৩, শামীম ১, তানজিম ৭, রিশাদ ৮, শরিফুল ১, মুস্তাফিজ ০* ; দানিয়াল ৪-০-২৩-২, সালমান ৪-১-১৭-২, আইয়ুব ১-০-৩-০, আশরাফ ৩-০-২০-১, আব্বাস ৪-০-৩৭-২, নাওয়াজ ৩-০-১৯-১, খুশদিল ১-০-১২-০)