এশিয়া কাপের আগে যে ইচ্ছের কথা জানালেন লিটন

টানা খেলায় এখন হয়তো অনেকটাই ক্লান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত মার্চ থেকে এখন পর্যন্ত চারটি সিরিজ খেললো বাংলাদেশ। এর মধ্যে শ্রীলঙ্কায় তো খেলেছে পুর্ণাঙ্গ সিরিজ। তবে, সেই ক্লান্তি দূর করার সুযোগও পাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজ পিছিয়ে যাওয়ায় এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ নেই বাংলাদেশের।
সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে এশিয়া কাপ। আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামার আগে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। সেজন্য এশিয়া কাপের আগে আরও একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে চায় লিটন-তাসকিনরা।
গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পরে সংবাদ সম্মেলনে এসে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘(পাকিস্তান সিরিজ শেষে) পরে একটা সিরিজ হলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়।’
বিসিবিও অবশ্য প্রাধান্য দিচ্ছে ক্রিকেটারদের চাওয়া। সেজন্য এশিয়া কাপের আগে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের চেষ্টা করছে বোর্ড। তবে, শেষ পর্যন্ত যদি সেটি সম্ভব না হয় তাহলে তাহলে স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন দেশের ক্রিকেটাররা।
চলতি মাসেই স্বাগতিক শ্রীলঙ্কা ও ঘরের মাঠে পাকিস্তানকে টি-টোয়েন্টিতে সিরিজ হারালো বাংলাদেশ। এর আগের দুই সিরিজে অবশ্য চরম হতাশার গল্প টাইগারদের। গত মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে হয়েছিল হোয়াইটওয়াশ।
দলের অবস্থা নিয়ে লিটন বলেন, ‘আমরা পাকিস্তান বা ইউএইতে খেলেছি, যেখানে তাসকিন-মুস্তাফিজকে পাইনি। আমরা সবাই জানি মুস্তাফিজ কতটা সামর্থ্যবান। কতটা বিধ্বংসী হতে পারে। একইসঙ্গে আমরাও ভালো ক্রিকেট খেলিনি। পরের দুই সিরিজে শ্রীলঙ্কা এবং পাকিস্তানে আমাদের ফুল সেটাপ নিয়ে খেলতে পেরেছি। ভালোও করতে পেরেছি। আমাদের এই বিশ্বাস থাকবে।’
ডেথ বোলিংয়ে আরও উন্নতির কথা জানিয়ে লিটন বলেন, ‘গত কয়েকদিনে আমি ফিল করেছি ডেথ বোলিং আরও ভালো করতে হবে। অবশ্যই ব্যাটিং তো আছেই। টানা ভালো ব্যাটিং করে গেলে বোলারদের ম্যাচ জেতানোর সুযোগ থাকবে। ডেথে মুস্তাফিজ বাদে বাকিদের সামনে আরও সুযোগ আছে উন্নতি করার।’