ভারতের কোচ হওয়া হলো না জাভির

কিছুদিন আগে ভারত জাতীয় ফুটবল দলের কোচকে বরখাস্ত করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এরপর ফেসবুকে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে আলোচনায় এসেছিল তারা। সেই আলোচনাকে পাশ কাটিয়ে এবার নতুন আলোচনার জন্ম দিল ভারত। যা নিয়ে রীতিমতো চোখ কপালে ওঠার অবস্থা। ভারত জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন জাভি হার্নান্দেজ।
আজ শুক্রবার (২৫ জুলাই) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যানোলো মার্কেজের (আগের কোচ) বিদায়ের পর কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল ভারত। যেখানে ভারতের কোচ হওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করেছেন বার্সেলোনার সাবেক ফুটবলার ও কোচ জাভি হার্নান্দেজ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জাভির নাম আবেদনকারীদের তালিকায় দেখে টেকনিক্যাল কমিটির সদস্যরাও প্রথমে বিশ্বাস করতে পারেননি। জাভির আবেদনের বিষয়টি নিশ্চিত করে এআইএফএফের টিম ডিরেক্টর সুব্রত পাল টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘হ্যাঁ, জাভির নাম তালিকায় ছিল। তিনি আমাদের মেইল করে আবেদন পাঠিয়েছেন।’
জাভিই কি হচ্ছেন ভারতের নতুন কোচ? সেই প্রশ্নের উত্তর আপাতত ‘না’! ভারতের পরবর্তী কোচ হিসেবে বার্সেলোনার সাবেক এই কোচকে বিবেচনা করছে না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। কারণ হিসেবে জানা গেছে, জাভির পারিশ্রমিক ও প্রোফাইল অনুযায়ী বাজেটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মুলত বাস্তবতার কথা চিন্তা করেই জাভির আবেদন ফিরিয়ে দিচ্ছে। তবে একটি বিষয় নিশ্চিত— জাভির মতো তারকার আগ্রহ ভারতের ফুটবলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভবিষ্যতে এর প্রভাব কেমন হয়, তা সময়ই বলে দেবে।
প্রসঙ্গত, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার ছিলেন জাভি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং দিয়েও নজর কেড়েছেন তিনি। আল-সাদ ক্লাবে কোচিং ক্যারিয়ার শুরু করেন সাবেক এই বার্সা তারকা। এরপর কঠিন সময়ে হাল ধরেন প্রিয় ক্লাব বার্সেলোনার। তবে, কাতালানদের ডাগআউটে খুব একটা সুবিধা করতে পারলেও ভবিষ্যতের জন্য শক্ত ভীত গড়ে দেন তিনি।