কবে দেশে আসছেন কিউবা মিচেল?

ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলছিলেন কিউবা মিচেল। সেই ক্লাবের পারফরম্যান্স দিয়েই বাংলাদেশ জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। তবে, হঠাৎই কিউবার এক সিদ্ধান্তে বিস্ময় তৈরি হয়েছে দেশের ফুটবলে। ইউরোপ ছেড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন কিউবা। আজ সোমবার (২৮ জুলাই) কিউবাকে দেলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছেন বসুন্ধরা কিংসের চেয়ারম্যান ইমরুল হাসান।
গতকাল থেকে অনুশীলন শুরু করেছে বসুন্ধরা কিংস। আগামী ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগে ম্যাচ রয়েছে তাদের। সেই ম্যাচের জন্য কিউবার নামও নিবন্ধন করেছে কিংস। আবার দ্রুতই শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। যেখানে প্রাথমিক দলে কিউবার নাম রয়েছে বলে জানা গেছে। এখন প্রশ্ন হলো কবে, দেশে আসছেন তিনি?
সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ইমরুল হাসান। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘আগামী ৩-৪ দিনের মধ্যে বাংলাদেশে আসবেন কিউবা। দেশে এসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন তিনি।’
প্রসঙ্গত, এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন বসুন্ধরা কিংস আর ঢাকা আবাহনী। ক্লাবের আন্তর্জাতিক ম্যাচ শেষে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে যোগ দিবেন এই দুই ক্লাবের ফুটবলাররা।