ওভাল টেস্টের প্রথম দিনে সোবার্স-গাভাস্কারকে পেছনে ফেললেন গিল

বৃষ্টিবিঘ্নিত ওভাল টেস্টের প্রথম দিনটা ভালোভাবেই কাজে লাগিয়েছে ইংল্যান্ড। আকাশ ছিল মেঘে ঢাকা, ইংলিশ অধিনায়ক ওলি পোপ টসে জিতে বোলিং নেন। বোলাররা তাদের কাজটাও করেছেন যথাযথভাবেই। ভারতের অধিনায়ক শুভমান গিল এদিন ব্যাট করতে নেমে পেছনে ফেলেছেন দুই কিংবদন্তিকে।
গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফির পঞ্চম টেস্টের প্রথম দিনে করুন নায়ারের হাফসেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৬৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৪ রান। দিনশেষে নায়ার ৫২ এবং ওয়াশিংটন সুন্দর ১৯ রান করে অপরাজিত আছেন।
ওভাল টেস্টে মাঠে নেমে নিজের নামের পাশে সংগ্রহটা বড় করতে পারেননি শুভমান গিল। ৩৫ বলে ২১ রান করে রানআউট হয়ে ফিরেছেন। তবে যতটুকু রান করেছেন সেটিই যথেষ্ট ছিল গ্যারি সোবার্স ও সুনীল গাভাস্কারের মতো দুই কিংবদন্তিকে পেছনে ফেলতে।
ইংল্যান্ড সিরিজে পঞ্চম টেস্টে মাঠে নামার আগে গিলের রান ছিল ৭২২। ওভালে মাঠে নেমে সেনা দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) সফরকারী অধিনায়ক হিসেবে গড়লেন এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড (৭২৩)। এতেই সোবার্সের ৫৯ বছরের রেকর্ড ভাঙলেন। এরপর ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড (৭৩৩) গড়ে পেছনে ফেললেন সুনীল গাভাস্কারকে, যেটি ৪৬ বছরের পুরোনো রেকর্ড।
ওভাল টেস্টের প্রথম দিনে ইংলিশ পেসারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। সফরকারীরা বড় কোন জুটি গড়তে পারেনি সেভাবে। ১০০ রান পার করতে না করতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। তবে শেষ সেশনে নায়ার-সুন্দর জুটিতে কিছুটা স্বস্তিতেই প্রথম দিনটা পার করেছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর: (ওভাল টেস্টের প্রথম দিন শেষে)
ভারত ১ম ইনিংস: ৬৪ ওভারে ২০৪/৬ (নায়ার ৫২*, সুন্দর ১৯*, জাইসাওয়াল ২, রাহুল ১৪, সুদর্শন ৩৮, গিল ২১, জাদেজা ৯, জুরেল ১৯; ওকস ১/৪৬, অ্যাটকিনসন ১/৩১, টাং ২/৪৭, ওবারটন ০/৬৬, বেথেল ০/৪)।