একই ম্যাচে অভিষেকে ১৭ বছরের তরুণ আর ৪৩ বছরের ‘নবাগত’!

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’। ফ্রাঞ্চাইজি লিগটিতে গতকাল (৬ আগস্ট) ম্যানচেস্টার অরিজিনালসের সঙ্গে সাউদার্ন ব্রেভের ম্যাচে দারুণ এক ঘটনা ঘটেছে। এই ম্যাচে ২৬ বছর বয়সের ব্যবধানে দুইজন খেলোয়াড়ের অভিষেক হয়েছে।
এদিন ৪৩ বছর বয়সী ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ও ১৭ বছর বয়সী স্পিনার ফারহান আহমেদ লিগটিতে প্রথমবার মাঠে নামেন। একই ম্যাচে দলের বয়োজ্যষ্ঠ ও সর্বকনিষ্ঠ খেলোয়াড়েরর অভিষেকের বিষয়টি বেশ আলোচনায় এসেছে।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার অ্যান্ডারসন। ৪৩ বছর বয়সী এই পেসার ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ৪০১ ম্যাচে তুলে নিয়েছেন ৯৯১ উইকেট। ১৭ বছর বয়সী ফারহানের জন্মের আগেই ১১৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন অ্যান্ডারসন। তবে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে তাদের যাত্রাটা শুরু হলো একসাথে।
ফারহানের বাকি দুই ভাইও ক্রিকেটার। তার বড় ভাই রেহান আহমেদ লেগ স্পিনার, ইংল্যান্ডের জাতীয় দলে খেলেন। ২০ বছর বয়সী রেহান ইংল্যান্ডের হয়ে ৫ টেস্ট, ৬ ওয়ানডে ও ১০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাদের বড় ভাই ২২ বছর বয়সী বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার রহিম আহমেদ, তিনিও ইংলিশ ক্রিকেটে খেলছেন নিয়মিত।
দ্য হান্ড্রেডের অভিষেকে ২০ বলে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ৪৩ বছর বয়সী অ্যান্ডারসন। ১৭ বছর বয়সী ফারহান ৫ বল করে রান দেন ৮। তার অফ স্পিনে প্রথম বলে দুই রান, পরের বলে ছক্কা ও এরপর তিন বলে আর রান নিতে দেননি তিনি।
গতকাল বুধবার (৬ আগস্ট) ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটিতে ম্যানচেস্টার অরিজিনালস আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে ৪ উইকেটে ১৩১ রান করে। ফিল সল্ট সর্বোচ্চ ৪১ বলে ৬০ রান করেন। এ ছাড়া সমান ২২ রান করেন জস বাটলার ও মার্ক চাপম্যান। সাউদার্ন ব্রেভের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন টাইমাল মিলস।
লক্ষ্য তাড়ায় সাউদার্ন ১ বল এবং ১ উইকেট হাতে রেখে ম্যাচটি জিতেছে। জেসন রয় সর্বোচ্চ ৩০, লিউস ডি প্লয় ২৫ রান করেন। বল হাতে ম্যানচেস্টারের স্কট কারি ৪ উইকেট তুলে নেন।