লন্ডনের রাস্তায় দেখা মিলল ভিন্ন এক কোহলির

ক্যালেন্ডারের পাতায় বয়সটা ৩৬। সেই বয়সের ক্লান্তিতেই বোধহয় কদিন আগে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি। সেসময় কোহলি বলেছিলেন, চারদিন পর পর দাড়ি-গোঁফ রং করতে হয়। কোহলির সেই কথার বাস্তবতা এবার সামনে এলো। লন্ডনের রাস্তায় দেখা গেলো এক অন্যরকম কোহলির।
আনুষ্কা শর্মাকে নিয়ে ছুটিতে বেশিরভাগ সময় কাটান লন্ডনে। আপাতত জাতীয় দলের খেলা না থাকায় আইপিএল শেষে লন্ডনেই আছেন দুজন। ক্রিকেট খেলুড়ে প্রতিটি দেশেই ভারতীয় এই কিংবদন্তির ভক্ত-সমর্থক আছেন।
সম্প্রতি লন্ডনের রাস্তায় তেমনই এক ভক্তের সঙ্গে দেখা হয় কোহলির। ছবি তোলার আবদার করে বসেন সেই ভক্ত। আবদার মেটানও কোহলিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় সেটি।
ছবিটি ভাইরাল হওয়ার অবশ্য কারণও আছে। এ যে ভিন্ন এক কোহলি! যে কোহলিকে আগে কখনো দেখা যায়নি। পোস্ট করা ছবিতে মৃদু হাসিমুখে দেখা যাচ্ছে ভারতীয় কিংবদন্তিকে। তবে তার প্রায় সব দাড়ি-গোঁফই সাদা। হঠাৎ দেখলে তাকে চেনাই দায়।
কোহলির এই ছবি নিয়ে নেট দুনিয়ায় চলছে ভক্তদের মধ্যে নানা জল্পনা। আপাতত দৃষ্টিতে সবাই মনে করছে, এক ধাক্কাতেই যেনো বয়সটা অনেকখানি বেড়ে গিয়েছে। হঠাৎ করেই যেনো ‘বুড়ো’ হয়ে গেলেন কোহলি।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেই ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণকে বিদায় বলে দেন কোহলি। এরপর চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেটকেও বিদায় বলেন ভারতের সাবেক এই অধিনায়ক। আপাতত ওয়ানডে ক্রিকেটের রঙিন পোশাকেই খেলতে চান কোহলি।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কারণ হিসেবে, কোহলি সামনে এনেছেন তার বয়স বাড়ার বিষয়টি। যদিও কোহলির ফিটনেস নিয়ে কারও কোনও সংশয় নেই। যে কোনও তরুণ ক্রিকেটারের থেকে তিনি বেশি ফিট। আইপিএল শেষ হওয়ার দু’মাসের মধ্যে তার চেহারার এই পরিবর্তনে চমকে গিয়েছেন ভক্তরা।