জাপানে জয় তুলে নিল বিকেএসপি ফুটবল দল

কোনো আরম্বর ছাড়া, অনেকটা আড়ালেই জাপানে গিয়েছিল বিকেএসপির অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। অংশ নিয়েছে জাপানের ফুকুওয়ার টকাই বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণমূলক অ-১৭ ফেস্টিভ্যালে। আড়ালে অংশ নেওয়া দল, আড়ালেই তুলে নিয়েছে জয়।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় সকালে ফুকুওয়ার গ্লোবাল অ্যারেনা মাঠে টকাই বিশ্ববিদ্যালয় হাই স্কুল দলকে ১-০ গোলে হারিয়েছে বিকেএসপি। ম্যাচের ৭০ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন রিফাত কাজী। ম্যাচের একমাত্র গোলটি রিফাত করলেও ম্যাচের নায়ক আসলে তিনি একা নন। দুর্দান্ত কয়েকটি সেভ দিয়ে নিজেদের গোলবার অক্ষত রাখেন গোলরক্ষক আলিফ।
প্রথমার্ধে রক্ষণ সামলে আক্রমণে উঠার চেষ্টা করে বিকেএসপি। তবে, সফল হয়নি তারা। দ্বিতীয়ার্ধে খেলার ধরনে পরিবর্তন আনেন কোচ হাসান আল মাসুদ। সফলতাও পায় এবার। ম্যাচের ৭০ মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন রিফাত কাজী। বাকি সময়ে কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিকেএসপি।
এর আগে শুধু ভারতের সুব্রত কাপে ফুটবলারদের পাঠাত বিকেএসপি। তবে ফুটবলের উন্নয়নে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এই সফর বেশ ব্যয় বহুল ছিল বিকেএসপির জন্য। জাপান সফরে মোট তিনটি ম্যাচ খেলবে বিকেএসপি। আগামীকাল তাদের দ্বিতীয় ম্যাচ।
আজ কোচ মাসুদের জন্মদিন। কোচের জন্মদিনে খেলোয়াড়রা জয় উপহার দিয়েছেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান সহকারী কোচ হাসান আল মামুনের ভাই হাসান আল মাসুদ।