দারুণ এক জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু স্পেনের

ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের যাত্রাটা শুরু হয়েছে দারুণভাবে। ছন্দময় ফুটবলে বুলগেরিয়ার বিপক্ষে দাপুটে এক জয় তুলে নিয়েছে দে লা ফুয়েন্তের শিষ্যরা। র্যাঙ্কিংয়ে বিস্তর পিছিয়ে থাকা দলটির বিপক্ষে পুরো সময়টাই আধিপত্য বিস্তার করেছে স্প্যানিশরা। বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে স্বাগতিক বুলগেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ইয়ামাল-ওয়ারসাবালরা। বল দখল, পাসিং ও আক্রমণ—সব দিক থেকেই তারা অনেক এগিয়ে ছিল। ম্যাচে স্পেন ৭৫ শতাংশ বল দখলে রেখে শট নেয় ২৪টি, যার মধ্যে লক্ষ্যে ছিল ১২টি। বিপরীতে, বুলগেরিয়া পুরো ম্যাচে মাত্র তিনটি শট নিতে পারে, যার কোনোটিই লক্ষ্যে ছিল না।
খেলার শুরুতেই স্পেনকে এগিয়ে নেন অধিনায়ক মিকেল ওয়ারসাবাল। মার্টিন জুবিমেন্দির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। জাতীয় দলের হয়ে শেষ ছয় ম্যাচে এটি তার পঞ্চম গোল।
এরপর ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চেলসির ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। প্রতিপক্ষের ডিফেন্ডার দিমিত্রভ হেডে বল ক্লিয়ার করতে না পারলে তা চলে যায় ডি-বক্সে থাকা কুকুরেইয়ার পায়ে। যেখান থেকে তিনি ডান পায়ে শটে বল জালে জড়ান। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম গোল।
তৃতীয় গোল আসে ম্যাচের ৩৮তম মিনিটে। লামিনে ইয়ামালের কর্নার থেকে হেডে গোল করেন আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো।
প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থাকা স্পেন দ্বিতীয়ার্ধে আরও কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি আর।
৫৩তম মিনিটে মেরিনো বক্সের সমনে থেকে জোরাল শট নিলে তা বুলগেরিয়ার গোলরক্ষক ভুতসভের হাতে লেগে ক্রসবারে বাধা পায়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে রদ্রি ও দানি কার্ভাহালকে মাঠে নামান দে লা ফুয়েন্তে। দুজনেই চোট কাটিয়ে প্রায় এক বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন এই ম্যাচ দিয়ে।
বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচে আগামী রোববার স্পেন খেলবে তুরস্কের মাঠে। বাছাইপর্বে তুরস্ক নিজেদের প্রথম ম্যাচে জর্জিয়াকে ৩-২ গোলে হারিয়েছে।