নেপালে হোটেলবন্দি বাংলাদেশ দল, নেই ফেরার নিশ্চয়তা

সহিংস পরিস্থিতি চলমান নেপালে। দেশটিতে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এমন অবস্থায় নেপালে হোটেলে একপ্রকার আটকে আছে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দরে যেতে পারেনি দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সূত্রে জানা যায়, কাঠমান্ডুর স্থানীয় সময় বিকেল ৩টায় বাংলাদেশ দলের ফেরার ফ্লাইট। কিন্তু, এখনও হোটেল থেকে দল বের হতে পারেনি। বাইরের পরিস্থিতি এখনও শঙ্কাজনক হওয়ায় নিরাপত্তা ঝুঁকিতে বের হতে পারছে না দল। নেপাল ফুটবল ফেডারেশন ও স্থানীয় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। বাংলাদেশ দলও তাই বের হওয়ার অনুমতি পায়নি।
নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের শেষটি আজ মাঠে গড়ানোর কথা ছিল। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাতিল করা হয় ম্যাচটি। এরপরই বাংলাদেশ দল দেশে ফেরার টিকিট একদিন এগিয়ে আনে (প্রথমে ১১ সেপ্টেম্বরের টিকিট কাটা হয়েছিল)। বর্তমান অবস্থার প্রেক্ষিতে আজ দেশে ফেরার ব্যাপারে এখনও শঙ্কা রয়ে গেছে।
বিরুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ দলের ফুটবলারদের নিয়ে শঙ্কা ছিল। বাফুফে আশ্বস্ত করেছে, খেলোয়াড়রা নিরাপদে আছেন। তাদের দ্রুত দেশে ফেরাতে বাংলাদেশ দূতাবাস ও নেপাল ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাফুফে।