এনসিএল টি-টোয়েন্টিতে মুশফিককে নিয়ে সিলেটের দল ঘোষণা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। তবে এখনো চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। খেলবেন আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতেও। মুশফিকের বাড়ি বগুড়া। যেটা রাজশাহী বিভাগের মধ্যে। গত বছর এনসিএল টি-টোয়েন্টিতেও খেলেছিলেন এই বিভাগের হয়েই। তবে এবার ভিন্ন ঠিকানায় জাতীয় দলের অভিজ্ঞ এই তারকা।
আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে সিলেট বিভাগের হয়ে খেলবেন মুশফিক। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এনসিএল টি-টোয়েন্টির জন্য সিলেটের দল ঘোষণা করা হয়েছে। সেখানেই দেখা গেছে মুশফিকুর রহিমের নাম।
জাতীয় দলের একাধিক ক্রিকেটার খেলবেন চায়ের শহর সিলেটের হয়ে। এবাদত হোসেন, খালেদ আহমেদের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটাররা খেলবেন এই দলের হয়ে। মুশফিকদের এই দলের নেতৃত্ব দেবেন জাকির হাসান।
এছাড়া বর্তমানে জাতীয় দলের হয়ে এশিয়া কাপ খেলতে যাওয়া নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও জাকের আলী অনিককে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।
সিলেট বিভাগের স্কোয়াড:
জাকির হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, অমিত হাসান, মিজানুর রহমান সায়েম, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন চৌধুরী, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ, আসাদউল্লা আল গালিব, মুবিন আহমেদ দিশান, রাহাতুল ফেরদৌস জাভেদ, নাবিল সামাদ, নাইম হোসেন সাকিব, শাহানুর রহমান।
স্ট্যান্ডবাই :
জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তৌফিক খান তুষার, মাজহারুল ইসলাম মাজেদ, আশরাফুল হাসান রিহাদ, ওয়াসিফ আকবর, মহিউদ্দিন তারেক।