দ্বৈরথ ছাপিয়ে ম্যাচ জিততে চান তানজিম

হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তাদের ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা আগামীকাল মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। এশিয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ এখন অন্যন্য উচ্চতায় চলে গেছে। দুই দলের দ্বৈরথ বেশ উপভোগ করতে দেখা যায় ক্রিকেটপ্রেমীদের। এশিয়া কাপে মুশফিকুর রহিমের সেই নাগিন ড্যান্স কিংবা বিশ্বকাপের টাইমডআউট—এসব কিছু নতুন মাত্রা দিয়েছে দুই দেশের লড়াইকে।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন তানজিম হাসান সাকিব। সেখানে কথা বলেছেন সেই দ্বৈরথ নিয়ে। তবে দ্বৈরথ ছাপিয়ে জিততে চান এই পেস বোলার।
সাকিব বলেন, ‘দ্বৈরথ আসলে থাকবেই। একটা টুর্নামেন্টে আপনি যে দলের বিপক্ষেই খেলেন না কেন জেতাটা মুখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, আফগানিস্তান, হোক ভারত-পাকিস্তান। সুতরাং আমরা জেতার জন্যই মাঠে নামব। দ্বৈরথ-আমার কাছে কোনো মুখ্য বিষয় না। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ।’
এশিয়া কাপে শিরোপা জয়ের রেকর্ড আছে শ্রীলঙ্কার। অন্যদিকে, সম্প্রতি জিম্বাবুয়ে থেকে সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপ খেলতে এসেছে লঙ্কানরা। তাদের বেশকিছু ভালো ক্রিকেটারও আছে। সবমিলিয়ে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা বেশ শক্তিশালী প্রতিপক্ষই। তবে সাকিব জানালেন, তাদের সবার সঙ্গেই খেলার অভিজ্ঞা আছে তাদের। সেই অনুযায়ী পরিকল্পনা করবে বাংলাদেশ।
সাকিব বলেন, ‘এশিয়া কাপের আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রচুর ম্যাচ খেলেছি। আমরা তো পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলেছি- টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ছিল। আমরা তাদের সব খেলোয়াড়কেই ভালো জানি। আমরা ঠিকঠাক পরিকল্পনা করব। অবশ্যই, তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে এবং আমরা তাদের আটকানোর চেষ্টা করব।’
গত মাসে শ্রীলঙ্কার মাটিতে তাদের সিরিজ হারিয়ে এসেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এশিয়া কাপের ম্যাচে সেই জয় আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন সাকিব।
সাকিব বলেন, ‘আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জেতার জন্যই মাঠে যাব। শ্রীলঙ্কার সঙ্গে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। আমরা জেতার জন্যই মাঠে নামব। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব, ইনশাআল্লাহ।’