হলান্ডের জোড়া গোলে সিটির ডার্বি জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ম্যানচেস্টারের দুই ক্লাবেরই শুরুটা হয়েছে বাজেভাবে। দলবদলে এবার দুই ক্লাবেই বেশকিছু নতুন মুখ এসছে কিন্তু কোন ক্লাবেই ছন্দে ফিরতে পারছিল না। লিগে টানা দুই ম্যাচে হারের পর ম্যানচেস্টার ডার্বিতে আর্লিং হালান্ডের জোড়া গোলে ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে সিটি।
ঘরের মাঠ ইতিহাদে গতকাল (১৪ সেপ্টেম্বর) রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে চেনা ছন্দে ফিরল ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেন ম্যাচের ১৮তম মিনিটে গোল করে সিটিকে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধে হলান্ডের জোড়া গোল ইউনাইটেডকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইউনাইটেড, তবে আক্রমণে এগিয়ে ছিল গার্দিওলার শিষ্যরা। ম্যাচে ৪৫ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নেয় সিটি, যার মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। অন্যদিকে, ইউনাইটেড ৫৫ শতাংশ বল দখলে রেখে ১২টি শট নিলে লক্ষ্যে ছিল দুটি।
আন্তর্জাতিক বিরতির আগে পরপর দুই ম্যাচে হারের পর ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় ফিরল সিটি। শিরোপার দৌড়ে তাদের ফিরে আসার জন্য এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল গার্দিওলার।
ম্যাচের ১৮তম মিনিটে জেরেমি ডকুর বক্সে বাড়ানো বল হেডে জালে জড়ান ফোডেন। ম্যানচেস্টার ডার্বিতে এটি তার সপ্তম গোল। এরপর দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। এই গোলটিও হয়েছে ডকুর সহায়তায়।
দুই মিনিট পর আরেকটি গোলের সুযোগ পেলেও তার শট পোস্টে লাগে। এরপর ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হালান্ড। বার্নাদো সিলভার পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে কোনাকোনি শটে বল জালে জড়ান হালান্ড। এতেই ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে সিটি।
প্রিমিয়ার লিগে দশম ম্যানচেস্টার ডার্বি জিতলেন পেপ গার্দিওলা। ডাগআউটে দাঁড়িয়ে ম্যানচেস্টার ডার্বি জয়ের তালিকায় তিনি এখন তিন নম্বরে। তার ওপরে আছেন দুই কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন (২০) ও ম্যাট বাসবি (১৫)।
চলতি মৌসুমে হালান্ড রয়েছে দারুণ ফর্মে। গত ১০ দিনে গোল করেছেন ৮ টি। প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের গোল সংখ্যা এখন ৫। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে ১১ গোল করেছেন সিটির এই গোলমেশিন।
এই জয়ে প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে ইউনাইটেড। গতকাল আরেক ম্যাচে বার্নলিকে ১-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।