ফাইনালে ভারত-পাকিস্তানের একাদশ যেমন হতে পারে

এশিয়া কাপ ২০২৫-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে দেখা হচ্ছে দুই দলের। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮ টায় ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান।
এবারের এশিয়া কাপে তৃতীয়বার দেখা হচ্ছে এই দুই দলের। প্রথম দুই ম্যাচে ক্রিকেটীয় লড়াই ছাপিয়ে মাঠের ভেতরের বিতর্কিত কর্মকাণ্ডকে ঘিরে উত্তাপটা বহুদূর গড়িয়েছে। এখন অপেক্ষা ফাইনাল মঠে গড়ানোর।
ফাইনালে ভারতের একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। লঙ্কানদের বিপক্ষে মাঠে না নামা পেসার যশপ্রীত বুমরাহ ও অলরাউন্ডার শিবম দুবে ফাইনালে ফিরছেন।
তবে শঙ্কা রয়েছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান এই অলরাউন্ডার। তাকে খেলাতে না পারলে তার জায়গায় আরও একজন পেসারকে নামাতে হবে ভারতের। সেক্ষেত্রে আর্শদীপ জায়গা পেতে পারেন দলে।
ভারতের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। ওপেন করবেন বিধ্বংসী অভিষেক শর্মা ও শুবমান গিল। টুর্নামেন্টে ৬ ম্যাচে ৩০৯ রান করে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে আছেন অভিষেক।
তিনে থাকবেন অধিনায়ক সূর্যকুমার যাদব, এরপর তিলক বর্মা ও উইকেটকিপার সঞ্জু স্যামসন।
বোলিং বিভাগে পেস আক্রমণে দেখা যাবে বুমরাহকে। তা সঙ্গে থাকবেন দুবে ও পান্ডিয়া। আর পান্ডিয়া না খেললে দলে জায়গা পেতে পারেন আর্শদীপ। স্পিন বিভাগে আছেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। টুর্নামেন্ট ১৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন কুলদীপ। হর্ষিত রানা বাদ পড়তে পারেন আজ।
অন্যদিকে পাকিস্তান দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। বাংলাদেশের বিপক্ষে যারা খেলেছিল, তাদের নিয়েই মাঠে নামতে পারে দলটি। ওপেনিংয়ে দেখা যেতে পারে সাহিবজাদা ফারহান ও ফখর জামানকে।
তিন নম্বরে আবারও সুযোগ পেতে পারেন পুরো টুর্নামেন্ট মাত্র ২৩ রান করা সাইম আইয়ুব। এশিয়া কাপটা হতাশায় কেটেছে তার। ৬ ম্যাচের মধ্যে ৪টি শূন্য রানে আউট হয়েছেন।
এরপর থেকে কে কোন জায়গায় ব্যাটিং করবে তা নিয়ে ভিন্নভাবে পরিকল্পনা করে পাকিস্তান। দ্রুত রান তোলা কিংবা দ্রুত উইকটে হারানোর পর উইকেটে থিতু হওয়াকে কেন্দ্র করে ভিন্ন কৌশলেই খেলোটা সাজায় তারা।
সেখানে ব্যাটিং লাইনআপে আছেন সালমান আগা, হুসাইন তালাত ও মোহাম্মদ হারিস। এরপর মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি।
শেষ দুই ম্যচেই পাকিস্তানকে বাঁচিয়ে দিয়েছে তাদের মিডল অর্ডার ও লোয়ার অর্ডার। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৮০ রানে ৫ উইকেট হারানো ম্যাচে পাকিস্তানকে টেনে তোলে তালাত-নওয়াজের ৪১ বলে ৫৮ রানের জুটি।
পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫৫ রানে ৫ উইকেট হারানো পকিস্তানকে শেষ পর্যন্ত ১৩৫ রানে নিয়ে যান আফ্রিদি, হারিস ও নেওয়াজ।
বোলিং বিভাগে পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন পেসার শাহিন শাহ আফ্রিদি। সঙ্গে থাকবেন হারিস রউফ ও ফাহিম আশরাফ। স্পিন বিভাগে আছেন আবরার আহমেদ, সাইম ও নওয়াজ। এশিয়া কাপে আবরারের ইকোনমি রেট ৫.০২।
দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারত অনেক বেশি এগিয়ে থাকলেও পাকিস্তান বড় ম্যাচের দল। যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে তারা। সব মিলিয়ে আজকের ফাইনাল হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ এক লড়াই।
কাগজে-কলমে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তান যে কোনো সময় চমক দেখাতে পারে। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল এর একটি বড় উদাহরণ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, হারিস রউফ।
ভারতের সম্ভাব্য একাদশ :
অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরাহ।