নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, ক্রিকেট শতভাগ হেরে গেছে : তামিম
বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না তামিম ইকবাল। আজ বুধবার (১ অক্টোবর) নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন তিনি। সভাপতি পদে লড়াই করার কথা থাকলেও নির্বাচনে তামিম এখন দর্শক। কেন সরে দাঁড়ালেন, সেই বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন তামিম। তার অভিযোগ, এই নির্বাচনে ফিক্সিং হচ্ছে।
মিরপুরে বিসিবি কার্যালয়ে তামিম বলেন, ‘আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন। পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা কইরেন। আমার এরচেয়ে বেশি কিছু বলার নাই। আমার কাছে মনে হয় এটা স্পষ্ট সবার কাছে, কারা কারা কোন সময়, কোন ধরণের ইনভলভমেন্ট (জড়িত থাকা) রেখেছেন, কী ধরণের হস্তক্ষেপ করেছেন।’
এমন অবস্থায় দেশের ক্রিকেট হেরে গেছে বলে মনে করছেন তামিম। ক্রিকেটের সঙ্গে এসব কোনোভাবেই মানায় না, জানান তিনি। এটা আসলে নির্বাচনই না, দাবি তামিমের।
তামিম বলেন—‘যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে, তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না, ক্রিকেটের সাথে এটা কোনোদিক থেকেই মানায় না। আমি শুধু এটাই বলব, যারা বোর্ডে আছেন, তারা যদি এভাবে নির্বাচন করতে চান, করতে পারেন। কিন্তু, আজ ক্রিকেট শতভাগ হেরে গেছে।’