গ্যালারিতে মেসিকে দেখে কোর্টে 'নার্ভাস' জকোভিচ
গ্র্যান্ড স্ল্যামের রাজা নোভাক জকোভিচ কোর্টে প্রতিপক্ষকে সহজেই কাবু করে ফেলতে পারেন। তবে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির সামনে র্যাকেট চালাতে চাপে ছিলেন এই সুপারস্টার। জকোভিচ নিজেই জানালেন সেই কথা। ম্যাচ শেষে মেসির উপস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী।ম্যাচশেষে জকোভিচ বলেন, ‘মনে হয় প্রথমবার মেসির সামনে খেললাম। কিছুটা নার্ভাসও ছিলাম। তার উপস্থিতির জন্য কৃতজ্ঞতা। মেসি...
সর্বাধিক ক্লিক