আসছে মাইক্রোসফটের ফোন নোকিয়া ২২২
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/26/photo-1440585598.jpg)
মাঝারি দামের ফোন নোকিয়া ২২২ নিয়ে আসছে মাইক্রোসফট। সিঙ্গেল এবং ডুয়েল সিম এই দুই ভার্সনে পাওয়া যাবে ফোনটি। আগামী মাসে নির্দিষ্ট কিছু দেশে ফোন দুটি পাওয়া যাবে। এই ফোনের দাম রাখা হয়েছে ৩৭ ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় তিন হাজার টাকার মতো। এ খবর জানিয়েছে এনডিটিভি।urgentPhoto
গত বছর মাঝারি দামের ফিচার ফোন নোকিয়া ২২০ বাজারে ছেড়েছিল মাইক্রোসফট। সেই সেটের সাফল্যের কারণেই নোকিয়া ২২২ মডেলের সেটটি বাজারে নিয়ে এসেছে মাইক্রোসফট।
শুধু সিমের ভিন্নতা ছাড়া দুটি সেটের স্পেসিফিকেশন একই। দুই ভার্সনেই রয়েছে মাইক্রো সিম কার্ড। সেট দুটি চলবে নোকিয়া সিরিজ ৩০+ অপারেটিং সিস্টেমে।
নোকিয়া ২২২ মডেলের হ্যান্ডসেটে রয়েছে বিল্ট ইন এমপিথ্রি। এতে রয়েছে কিছু প্রি ইনস্টলড অ্যাপ। এসব অ্যাপের মধ্যে রয়েছে গ্রুপ মি, স্কাইপে, ফেসবুক, ম্যাসেঞ্জার এবং টুইটার। সেটগুলোতে রয়েছে স্ল্যাম প্রযুক্তি। এর মাধ্যমে স্ল্যাম প্রযুক্তির অন্যান্য সেট থেকে সহজেই ডাটা ট্রান্সফার করা যাবে।
সেটটিতে রয়েছে ২.৪ ইঞ্চি কিউভিজিও এলসিডি ডিসপ্লে। ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকলেও নেই কোন ফ্রন্ট ক্যামেরা।
মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়তি ৩২ জিবি মেমোরি যোগ করা যাবে সেটটিতে। কানেক্টিভিটির জন্য রয়েছে জিপিআরএস, ব্লুটুথ ভি৩.০, মাইক্রো ইউএসবি এবং ৩.৫ এমএম অডিও জ্যাক।
১১০০ এমএএইচের ব্যাটারি টানা ২০ ঘণ্টার টকটাইম দেবে আপনাকে। গ্লসি ব্ল্যাক এবং সাদা এই দুই রঙে পাওয়া যাবে হ্যান্ডসেটগুলো।