নতুন আইফোন আসবে ৯ সেপ্টেম্বর

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যাপল ঘোষণা করল তাদের পরবর্তী আইফোন উন্মুক্ত করার দিনক্ষণ। এরই মধ্যে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। তারিখ ঠিক হয়েছে আগামী মাস, অর্থাৎ সেপ্টেম্বরের ৯ তারিখ এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানের ভেন্যু হিসেবে ঠিক করা হয়েছে সানফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটরিয়াম, যার দর্শক ধারণক্ষমতা প্রায় সাত হাজার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ-এর একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
আশা করা হচ্ছে, একসঙ্গে দুটি সেট বাজারে ছাড়ার ঘোষণা আসবে অ্যাপলের পক্ষ থেকে। সেটগুলো হচ্ছে ৬ এস এবং ৬ এস প্লাস। যদিও সেটগুলোর আপডেট ও স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে এটুকু জানা গেছে, ফোর্স টাচ প্রযুক্তির অন্তর্ভুক্তি ঘটবে সেট দুটিতে। এরই মধ্যে ম্যাকবুক ও অ্যাপল ওয়াচে এই অভিনব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া জোর গুজব রয়েছে, আগের থেকে আরো উন্নত ক্যামেরা যোগ হতে পারে এবারের আইফোন দুটিতে।
শুধু ফিচার নয়, চীনা টেক সাইট সিএনবেটা তো রীতিমতো ওয়ালপেপার ফাঁস করে দিয়েছে সেট দুটির। ছবি দেখে কিছুটা নিশ্চিত হওয়া গেছে যে, এবারের সেট দুটিতে অ্যানিমেটেড ওয়ালপেপার থাকবে। ‘মোশন ওয়ালপেপার’ অবশ্য এর আগে অ্যাপেল ওয়াচেও দেখা গিয়েছিল।
এ ছাড়া গুজব শোনা যাচ্ছে, একটি নতুন আইপ্যাডের ঘোষণাও আসতে পারে। আসতে পারে বড় স্ক্রিনের বড় আইপ্যাড প্রো মুক্তির ঘোষণা। অ্যাপল টিভির কথা শোনা গেলেও তার সম্ভাবনা কম। এ ছাড়া আইওএস নাইন, ওএস এক্স এল ক্যাপিটান এবং ওয়াচ এস টু প্রস্তুত থাকবে আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য।