অ্যাপলের নতুন যা কিছু
বুধবার রাতে সানফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক অডিটরিয়ামে হয়ে গেল অ্যাপলের জমকালো ইভেন্ট। আর এই ইভেন্টেই উন্মুক্ত করা হয়েছে অ্যাপলের নতুন সব পণ্যের। এর মধ্যে রয়েছে আইফোন, আইপ্যাড, অ্যাপল টিভি ও অ্যাপল ওয়াচ। সব পণ্যেই যোগ করা হয়েছে নতুন সব প্রযুক্তি। ম্যাশেবল-এর প্রতিবেদন থেকে বিস্তারিত তুলে ধরা হলো :
আইফোন ৬ এস এবং ৬ এস প্লাস
নতুন আইফোনের মধ্যে রয়েছে ৬ এস এবং ৬ এস প্লাস। অ্যাপলের মাল্টিটাচ টাচস্ক্রিন প্রযুক্তিতে এবার যোগ হয়েছে থ্রিডি টাচ। অ্যাপল ওয়াচেও যোগ করা হয়েছে এই টাচ প্রযুক্তি। এর মাধ্যমে টাচস্ক্রিনে একটু জোরে চাপ দিলেই চলে যেতে পারবেন স্ক্রিনের আরেকটি ধাপে। এর মাধ্যমে স্ক্রিনে চাপ দিয়েই আপনি আপনার সেলফি ক্যামেরা চালু করতে পারবেন। আইওএসের অ্যাপগুলোতেও রয়েছে এই প্রযুক্তি। ফোর্স টাচ প্রযুক্তি নিয়ে আরো গবেষণা করছে অ্যাপল।
নতুন আইফোনে আছে ৬৪-বিট এ৯ চিপ, টাচ আইডি সেন্সর, যা ওয়াই-ফাইয়ের চেয়ে দ্বিগুণ গতিশীল। আরো যোগ করা হয়েছে সম্পূর্ণ নতুন আইসাইট ক্যামেরা, যার রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। নতুন ক্যামেরার সেন্সরে যোগ করা হয়েছে আগের চেয়ে ৫০ শতাংশ বেশি পিক্সেল। ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় ফ্ল্যাশ হিসেবে যোগ করা হয়েছে রেটিনা ডিসপ্লে।
থ্রিডি প্রযুক্তির কারণে এখন মজার মজার জিআইএফ ফরম্যাটের ছবি তৈরি করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। ফলে স্টিল ছবিকে আরো বেশি জীবন্ত মনে হবে।
১৬ জিবি মেমোরি সমৃদ্ধ আইফোন ৬ এসের দাম শুরু হবে ১৯৯ ডলার থেকে। আর ১৬ জিবি মেমোরির ৬ এস প্লাসের দাম শুরু হবে ২৯৯ ডলার থেকে। ২৫ সেপ্টেম্বর বাজারে ছাড়া হবে নতুন আইফোন আর আগাম অর্ডার নেওয়া শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে।
আইপ্যাড প্রো
অনেক গুজবের পর বাস্তবেই পাওয়া গেল আইপ্যাড প্রো। এ বছরের নভেম্বরে বাজারে ছাড়া হবে এই ট্যাবলেট। পাওয়া যাবে সিলভার, গোল্ড ও স্পেস গ্রে—এই তিন রঙে। ১২ দশমিক ৯ ইঞ্চি এই ডিভাইসটি লম্বায় আইপ্যাড এয়ারের মতোই। তবে এর স্ক্রিনের রেজ্যুলেশন ২৭৪২ x ২০৪৮ পিক্সেল।
আইপ্যাড প্রো-তে রয়েছে ফোর স্পিকার অডিও সিস্টেম, যার ভলিউম আগের চেয়ে তিন গুণ বাড়ানো হয়েছে। এবং আপনি যেভাবে আইপ্যাড ধরে রাখবেন, সেভাবেই এটি স্বয়ংক্রিয়ভাবে ডানে-বাঁয়ে অ্যাডজাস্ট করে নেবে সাউন্ড।
এতে আছে ৬৪-বিট চিপ, যার নাম এ৯এক্স। আগের আইপ্যাডের চেয়ে যা ১ দশমিক ৭ গুণ বেশি দ্রুত কাজ করবে। তবে এর ব্যাটারি লাইফ মাত্র ১০ ঘণ্টার। অনেক চেষ্টা সত্ত্বেও ব্যাটারিতে খুব একটা উন্নতি করতে পারেনি অ্যাপল।
তবে আইপ্যাডের সঙ্গে আকর্ষণ হিসেবে নতুন যোগ করা হয়েছে ফ্যাব্রিক কভার্ড স্মার্ট কিবোর্ড এবং অ্যাপল পেনসিল। এতে রয়েছে রেসপনসিভ সেন্সর, যা আইপ্যাডের বিভিন্ন বস্তুর অবস্থান চিহ্নিত করা, আইকনের স্থান পরিবর্তন বা উপরে-নিচে ওঠাতে বা নামাতে পারবে।
৩২ জিবি মেমোরির আইপ্যাড প্রোর দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। আর অ্যাপল পেনসিলের দাম ৯৯ ডলার।
অ্যাপল টিভি
নতুন অ্যাপল টিভি নিয়ে বেশ আশাবাদী অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। তিনি বলেছেন, ‘আগামী দিনের টিভি হবে অ্যাপনির্ভর।’
নতুন অ্যাপল টিভির সঙ্গে অ্যাপস পার্টনার হিসেবে যোগ দিয়েছে এমএলবি টিভি, এয়ার বিএনবি, গিল্ট ও জিলো। অক্টোবরে বাজারে ছাড়া হবে নতুন অ্যাপল টিভি। আগের তুলনায় এটি ১০ মিলিমিটার পাতলা করা হয়েছে। গ্লাস টাচ সারফেস সমৃদ্ধ নতুন রিমোট রয়েছে এই টিভির সঙ্গে।
৩২ জিবি মেমোরির অ্যাপল টিভির দাম ১৪৯ ডলার থেকে শুরু আর ৬৪ জিবির দাম শুরু ১৯৯ ডলার থেকে। টিভির জন্য আলাদা অপারেটিং সিস্টেম টিভিওএস তৈরি করেছে অ্যাপল। টিভিওএস অপারেটিংয়ে চলবে অ্যাপল টিভি।
অ্যাপল ওয়াচ
অ্যাপলের রিস্টওয়াচ ডিভাইস অ্যাপল ওয়াচের নতুন সংস্করণের ঘোষণা দেওয়া হয়েছে। এতে রয়েছে ‘টাইম ট্রাভেল’ নামে নতুন একটি ফিচার, যার মাধ্যমে ক্যালেন্ডারে স্ক্রল করে আপনি সময়ের আগে বা পরে যেতে পারবেন।
ফেসবুক-মেসেঞ্জারের মতো অ্যাপ ব্যবহার করে অ্যাপল ওয়াচ দিয়ে ব্যবহারকারীরা টেক্সট বা অডিও মেসেজ পাঠাতে পারবেন। রয়েছে আইট্র্যান্সলেট, যার মাধ্যমে যেকোনো ভাষায় অনুবাদ করে নিতে পারবেন প্রয়োজনীয় শব্দ। আরো আছে গো প্রো।
হেলথ কেয়ারের জন্য রয়েছে এয়ার স্ট্রিপ অ্যাপ। এর মাধ্যমে ডাক্তাররা তাঁদের রোগীদের তালিকা, রোগের ধরন বা প্রেসক্রিপশন বা ল্যাব রিপোর্ট দেখতে পারবেন।
অ্যাপল ওয়াচ পাওয়া যাবে অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম গোল্ড এবং রোজ গোল্ড রঙে। আজকে থেকেই বাজারে পাওয়া যাবে ৩৮ মিলিমিটার এবং ৪২ মিলিমিটার বেল্টের ঘড়ি। এ ছাড়া হার্মেস অ্যাপল ওয়াচ নামে আরেকটি ঘড়ির ঘোষণা দিয়েছে অ্যাপল। অক্টোবরে বাজারে ছাড়া হবে এই ঘড়িগুলো।