দেশে চীনের পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার বাজারজাত করবে এটলাস

পরিবেশ দূষণ রোধে আধুনিক জ্বালানি সাশ্রয়ী চীনের ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত করবে সরকারি প্রতিষ্ঠান। আগামী আগস্ট থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে ডিলারশিপের মাধ্যমে এটি বাজারজাত করা হবে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড এবং গ্লোবাল ইলেকট্রিক স্কুটার ও বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর সম্পন্ন হয়।
বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন শিল্প প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) এবং চায়নার জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার ও বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেড-এর কর্মকর্তাদের উপস্থিতিতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) এর কনফারেন্স রুমে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন) এম. এ. কামল বিল্লাহ, বিএসইসি’র চেয়ারম্যান জনাব মু. আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব), বিএসইসি’র পরিচালক (অর্থ) মো. ওসমান গনি, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. মঞ্জুরুল হাফিজ বিপিএএ, পরিচালক (বাণিজ্যিক) বিশ্বাস রাসেল হোসেন, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) মো. বেলাল হোসেন, স্বতন্ত্র পরিচালক আইবিএ’র অধ্যাপক ড. রিদওয়ানুল হক, সচিব (বিএসইসি) এ কে এম আনোয়ার মোর্শেদসহ বিএসইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এবিএল’র ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমানসহ এবিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেড-এর পক্ষে পরিচালক আন্তর্জাতিক বিভাগ ডেনিয়েল ইউসহ উক্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান বলেন যে, চীনের ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানির সঙ্গে এটলাস বাংলাদেশ লি.(এবিএল) এর সঙ্গে সমঝোতা স্বাক্ষর সম্পাদনের মাধ্যেমে এবিএল’র দীর্ঘদিনের ব্র্যান্ড সংকট হতে উত্তরণ ঘটল। এখন হতে এবিএল’র কারখানায় সংযোজিত জ্বালানি স্বাশ্রয়ী ও পরিবেশবান্ধব এটলাস এভি ব্র্যান্ডের আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রিক স্কুটার সাশ্রয়ী মূল্যে দেশের ক্রেতাসাধারণ ক্রয় করতে সক্ষম হবেন।
বিএসইসি’র চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মু. আনোয়ারুল আলম উল্লেখ করেন যে, পরিবেশবান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বর্তমানে বিশ্বব্যাপী ইলেকট্রিক যানবাহনের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাই ভবিষ্যৎ চাহিদার কথা বিবেচনা করে এটলাস বাংলাদেশ লিমিটেড নিজস্ব নামে ইলেকট্রিক স্কুটার ও বাইক সংযোজন বা উৎপাদনের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। আমি আশা করছি এবিএল নিজস্ব ব্র্যান্ডের গুণগত মানসম্পন্ন ইলেকট্রিক স্কুটার ও বাইক সংযোজন ও উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।
এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান বলেন যে, ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেড-এর কারিগরি সহযোগিতায় প্রথম ধাপে এটলাস এভি ব্র্যান্ডের এস-১০০, এস-৯০, এস-৮০ এবং এস-৭০ এই চারটি মডেলের ইলেকট্রিক স্কুটার/বাইক সংযোজন/উৎপাদন ও বিপণন কার্যক্রম শুরু করা হবে, যা পরবর্তীতে পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে।
প্রতিটি মডেল আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ এবং অত্যন্ত গুণগত মানসম্পন্ন হবে এবং বাংলাদেশের বাজারে ক্রেতাগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এটলাস ইভি ব্র্যান্ডের প্রতিটি স্কুটারে গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হবে, যা একবার চার্জ দিলে মাত্র ১৫ টাকা বিদ্যুৎ খরচে ১০০-১২০ কি. মি চালানো যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, যাবতীয় প্রক্রিয়া শেষে আগামী আগস্ট মাসে থেকে দেশব্যাপী এবিএল-এর নিজস্ব ডিলার নেটওয়ার্কের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শুরু করা সম্ভব হবে।