ময়মনসিংহে অবৈধ চিড়িয়াখানা সিলগালা, ১১৪ প্রাণী জব্দ

ময়মনসিংহ নগরের জয়নুল আবেদীন পার্কে অবৈধভাবে স্থাপিত মিনি চিড়িয়াখানায় অভিযান চালিয়ে বেশ কিছু বন্য প্রাণীসহ ১৯ প্রজাতির ১১৪টি প্রাণী জব্দ করেছে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে বন্য প্রাণীগুলো জব্দের পর চিড়িয়াখানাটি সিলগালা করে দেওয়া হয়।
প্রাণীগুলোর মধ্যে রয়েছে- ২টি ভাল্লুক, ১টি মিঠা পানির কুমির, ১টি বার্মিজ অজগর, ২টি মেছো বিড়াল, ২টি বন বিড়াল, ২টি বক, ২টি মদনটাক পাখি, ১টি বানর, ১টি হনুমান, ১টি লজ্জাবতী বানর, ২টি টিয়া পাখি, ৭টি বালি হাঁস, ঘুঘু পাখিসহ ১১৪টি প্রাণী।
বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, জয়নুল আবেদীন পার্কে অবৈধভাবে বেশ কিছু বন্য প্রাণী খাঁচায় বন্দী রেখে প্রদর্শন করা হচ্ছিল, যা বন্য প্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থি। আর ওখানে বন্য প্রাণী রাখার মতো পরিবেশ ছিল না। জব্দ করা প্রাণীগুলো কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর প্রাণীগুলোর প্রজাতি অনুযায়ী প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে এবং বাকিগুলো গাজীপুর সাফারি পার্কে হস্তান্তর করা হবে।