গুগল কানেক্ট লাইভ টোকিওতে অংশ নিয়েছেন ৮ বাংলাদেশি গাইড 

গুগল ম্যাপস উন্নয়নে অবদান রাখায় গুগলের আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’-এ অংশ নিয়েছেন আট বাংলাদেশি লোকাল গাইডস। জাপানের টোকিওতে ২৪ ও ২৫ জুলাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত অভিজ্ঞ কন্ট্রিবিউটরদের নিয়ে গুগল আয়োজন করে এই মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে অংশ নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী।বাংলাদেশের থেকে অংশগ্রহণ করেছেন – মো. শফিউল...